ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রশ্নপত্র ফাঁসের মামলায় ৮ জন রিমান্ডে

প্রকাশিত: ০৮:৩০, ৩ মার্চ ২০১৭

প্রশ্নপত্র ফাঁসের মামলায় ৮ জন রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ মাধ্যমিক (এসএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের একটি মামলায় এক শিক্ষকসহ ৮ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানীর শাজাহানপুর থানার ওই মামলায় বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এসএম মাসুদ জামান এই রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে তাদের গ্রেফতার করে পুলিশ। আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। রিমান্ডকৃতরা হলেন- কমলাপুর শের-ই-বাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের ইংরেজীর শিক্ষক রফিকুল ইসলাম, তার সহযোগী জহিরুল ইসলাম ওরফে শুভ, লিটন ওরফে আকাশ, রুমন ওরফে মাহির, রাজিব আলী, আরিফুল ইসলাম ওরফে আরিফ, তারিকুজ্জামান হিমেল ওরফে আবির ও অন্তর। এর আগে কলাবাগান থানার একটি মামলায় গত ১৪ ফেব্রুয়ারি ৬ জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। তারা হলেন, রাজু আহমেদ, ফয়সালুর রহমান ওরফে আকাশ, জোহায়ের আয়াজ, মহিউদ্দিন ইমন, স্বাধীন আল মাহমুদ ও কাজী রাশেদুল ইসলাম ওরফে রনি। চলতি বছর ২ ফেব্রুয়ারি সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার পর কয়েকটি প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠে। বিশেষ করে গণিত প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি তদন্তে প্রমাণিত হলে গণিত পরীক্ষা পুনরায় অনুষ্ঠিত হবে।
×