ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৩:৫৯, ৩ মার্চ ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এ নিয়ে টানা তিন দিন পুুঁজিবাজারে সূচক কমল। বেশিরভাগ কোম্পানির দর হারানোয় দিনটিতে মূল্য সূচকের সাথে দুই বাজারে লেনদেনের পরিমাণও কমেছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ১৪ শতাংশ লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৮৩০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৩১ কোটি ৫৩ লাখ টাকা কম। বুধবার ডিএসইতে ৯৬১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। দিনটিতে ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর। আইডিএলসি ইনভেস্টমেন্টের প্রতিদিনের বাজার পর্যালোচনায় বলা হয়েছে, বেশিরভাগ কোম্পানির দর কমলেও মূলত বড় মূলধনী কোম্পানিগুলোর দর বৃদ্ধি সূচকের বড় পতন ঠেকিয়েছে। কারণ বড় মূলধনী কোম্পানির দর বৃদ্ধি বাজারের সূচককে ধরে রেখেছে। পতনশীল বাজারে বড় বিনিয়োগকারীদের সাইড লাইনে বসে থাকার কারণেই লেনদেনের পতনের কারণ বলে উল্লেখ করা হয়েছে। কারণ বাজার ঠিক কোথাও থিতুু হয় সেটির জন্য বিনিয়োগকারীরা অপেক্ষা করছেন বলে ধারণা করা হচ্ছে। ৮৩০ কোটিতে নেমে আসা লেনদেনে ওষুধ এবং প্রকৌশল খাতটি মোট ১৭ শতাংশ দখল করেছে। অন্যান্য খাতের মধ্যে টেক্সটাইল খাতটির দশমিক ৫০ শতাংশ দরবৃদ্ধিতে শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যান্য জীবন বীমা খাতের কোম্পানিগুলোর দশমিক ৫০ শতাংশ দর কমেছে। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : লঙ্কা বাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, বারাকা পাওয়ার, বেক্সিমকো, ইফাদ অটো, একটিভ ফাইন, ইসলামী ব্যাংক, প্যাসিফিক ডেনিম, কেয়া কসমেটিক ও শাশা ডেনিম। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : আলহাজ টেক্সটাইল, শাশা ডেনিম, জিকিউ বলপেন, আরএসআরএম স্টিল, মতিন স্পিনিং, ফনিক্স ফাইনান্স, ইবিএলএনআরবি ম্উিচ্যুয়াল ফান্ড, আইসিবি১ম এনআরবি, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও হামিদ ফেব্রিক্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো : সাভার রিফ্যাক্টরিজ, জিলবাংলা সুগার, শ্যামপুর সুগার, জুটস স্পিনার্স, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক, ফু-ওয়াং সিরামিক, কাসেম ড্রাইসেল, প্রাইম টেক্সটাইল, দুলা মিয়া কটন ও গ্লোবাল হেভি কেমিক্যাল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩১৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : প্যাসিফিক ডেনিম, বেক্সিমকো, কেয়া কসমেটিক, লঙ্কা বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ফার কেমিক্যাল, আরএন স্পিনিং ও ন্যাশনাল ব্যাংক।
×