ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধীর জমি দখল ॥ হুমকি

প্রকাশিত: ০৩:৫১, ৩ মার্চ ২০১৭

প্রতিবন্ধীর জমি দখল ॥ হুমকি

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২ মার্চ ॥ গাজীপুর বন্দরে শারীরিক প্রতিবন্ধী ফরিদ মোল্লার বসত জমি দখল করে ঘর নির্মাণ করেছে ওই এলাকার প্রভাবশালী আশ্রাফ তালুকদার। অভিযোগ করেছেন প্রতিবন্ধীর স্ত্রী নূপুর বেগম। তিনি আরও অভিযোগ করেন আশ্রাফ তালুকদার লোকজন দিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন ও জীবননাশের হুমকি দিচ্ছে। জানা গেছে, গাজীপুর মৌজার ১৩৪৩ নং দাগে ২৫ শতাংশ পৈত্রিক জমিতে বসতঘর নির্মাণ করে বহু বছর ধরে বসবাস করে আসছেন প্রতিবন্ধী ফরিদ মোল্লা। ওই জমি সংলগ্ন খাস খতিয়ানের অকৃষি জমি রয়েছে। প্রতিবন্ধীর স্ত্রী নূপুর বেগম অভিযোগ করেন তাদের দখলীয় জমিতে ভূমি অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে ২০০১ সালে আশ্রাফ তালুকদার ভূমিহীন সেজে এক একর জমি বন্দোবস্ত নেয়। ২০১১ সালে এ বন্দোবস্ত কেস বাতিলের জন্য প্রতিবন্ধী ফরিদ মোল্লার বোন মাকসুদা বেগম উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করেন। ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির সভায় উপস্থাপন করা হয়। ওই সভায় কেসটি বাতিল করার সুপারিশ করা হয়। ২০১২ সালের ১৫ এপ্রিল জেলা কৃষি খাস জমি ব্যবস্থপনা ও বন্দোবস্ত কমিটির সভায় কেসটি বাতিল করা হয়। খাস জমি বন্দোবস্ত বাতিলের বিষয়টি ধামাচাপা থাকলেও অতি সম্প্রতি আশ্রাফ তালুকদার তার লোকজন নিয়ে ওই খাস জমিসহ প্রতিবন্ধীর রেকর্ডীয় জমিতে ঘর নির্মাণ শুরু করে। অসহায় পরিবার এ ঘটনার বর্ণনা দিয়ে গত ৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করে। নির্বাহী অফিসার মুশফিকুর রহমান তাৎক্ষণিক ঘর নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। চট্টগ্রামে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বৃহস্পতিবার দুপুরে সরকারী চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হয়েছে। আহতরা হচ্ছে সোহেল, মনির ও ইমন। এরা কলেজের বিভিন্ন বর্ষের ছাত্র। জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে। দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটার পর আহত তিন শিক্ষার্থীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। কলেজ ক্যাম্পাসের মূল ফটকের বাইরে প্রথমে ছাত্রলীগের সবুজ গ্রুপ ও দোলন গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। এর পর শুরু হয় ধাওয়া, পাল্টাধাওয়া।
×