ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-মস্কোর মধ্যে আন্তঃসরকার কমিশন গঠনে চুক্তি সই

প্রকাশিত: ০২:০২, ১ মার্চ ২০১৭

ঢাকা-মস্কোর মধ্যে আন্তঃসরকার কমিশন গঠনে চুক্তি সই

কূটনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগারি বিষয়ে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা-মস্কোর মধ্যে ‘আন্তঃসরকার কমিশন’ গঠনের লক্ষ্যে একটি চুক্তি সই হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে দুই দেশের মধ্যে এই চুক্তি সই হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার রাশিয়ার দূতাবাস জানিয়েছে, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে দুই দেশের মধ্যে আন্তঃসরকার কমিশন গঠনে একটি চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই চুক্তি সই অনুষ্ঠানে সই করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আর রাশিয়ার পক্ষ থেকে এতে সই করেছেন দেশটির অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী আলেক্সেই গ্রাজদেব। এসময় পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকক্সান্ডার আই ইগানাটোভসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, আন্তঃসরকার কমিশন গঠনের লক্ষ্যে চুক্তি সম্পন্নের বিষয়ে রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী মস্কো থেকে আগেই সই করে ঢাকায় পাঠিয়েছিলেন। আর বুধবার বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ঢাকা-মস্কোর মধ্যে বাণিজ্যিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তার বিষয়ে আন্তঃসরকার কমিশন গঠনে এই চুক্তি সই হয়েছে। আন্তঃসরকার কমিশন দুই দেশের মধ্যে এসব ক্ষেত্রে সহযোগিতার বিষয়গুলো চিহ্নিত করবে। দুই দেশের মধ্যে এসব ক্ষেত্রে আরো কিভাবে সহযোগিতা বাড়ানো যায়, সে বিষয়ে এইড কমিশন কাজ করবে। চুক্তি সই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, এ কমিশনের মাধ্যমে বাণিজ্য, অর্থনীতি, বৈজ্ঞানিক ও কারিগরিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগীতা বাড়ানোর জন্য আলোচনা করা হবে। প্রতি বছর এ কমিশনের সভা অনুষ্টিত হবে। তবে তা এক বছর মস্কোতে ও অন্য বছর ঢাকাতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকক্সান্ডার আই ইগানাটোভ বলেন, বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমান প্রায় এক বিলিয়ন ডলার। চুক্ত সই হওয়ায় ভবিষ্যতে এ পরিমান আরও বাড়বে। রাশিয়া থেকে উচ্চ পর্যায়ে কোনও সফর হবে কিনা- জানতে চাইলে তিনি আরো বলেন, এর সম্ভাবনা সব সময়ই আছে। আমরা আলোচনা করছি। যখনই কোনও বিষয় চূড়ান্ত হবে তখন বিষয়টি আপনাদের জানাবো। এর আগে গত বছর মার্চ মাসে মস্কোতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। মস্কোর রাষ্ট্রীয় অতিথি ভবনে দু’দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। আর রাশিয়ার নেতৃত্বে ছিলেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী মরগুলভ ইগোর ভøাদিমিরোভিচ। ওই বৈঠকে দুই দেশের মধ্যে এই আন্তঃসরকার কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
×