ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নওগাঁয় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত: ০৪:৫৬, ১ মার্চ ২০১৭

সড়ক দুর্ঘটনায় নওগাঁয় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ ফেব্রুয়ারি ॥ মান্দায় পিকআপ ভ্যানের চাপায় হাসান আলী (৪৭) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আলী উপজেলার জামদই গ্রামের মৃত অছির উদ্দিনের ছেলে ও তুড়ুকগ্রাম দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার রেবা আখতার আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্র থেকে হাসান আলী বাড়ি ফিরছিলেন। উল্লেখিত স্থানে রাজশাহী থেকে নওগাঁগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় একই দিক থেকে আসার ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। ফরিদপুরে শিশু নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত (৭) ও ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দুইটার দিকে নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের যদুকদিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার ফলে ইজিবাইকটি রাস্তার ওপর দুমড়ে মুচড়ে যায়। এর ফলে ওই ইজিবাইকের চালক, নারী ও শিশুসহ সাতজন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে অজ্ঞাতনামা সাত বছরের এক শিশুকে মৃত ঘোষণা করা হয়। সাতক্ষীরায় চালক স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, নছিমন ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক আকিমুদ্দিন গাজী নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তালা সরকারী কলেজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকিমুদ্দিন তালা উপজেলার মুড়কুলিয়া গ্রামের বাসিন্দা।
×