ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি

প্রকাশিত: ০২:২৩, ২১ ফেব্রুয়ারি ২০১৭

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি। তিনি মঙ্গলবার দুপুর ১ টার দিকে উখিয়ার বালুখালী বনবিভাগের জায়গাতে নতুন করে গড়ে উঠা রোহিঙ্গা ক্যাম্পে যান। মিয়ানমার থেকে নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে বিকেল ৪টা পর্যন্ত আলাপ করেন। ওসময় তিনি ক্যাম্প এলাকা ঘুরে দেখেন। পরে বিকেল ৫টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। ওসময় আইওএম সহ আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় তিনি বিমান যোগে কক্সবাজার আসেন। সূত্র জানায়, তিনি কক্সবাজার আরও ২ দিন অবস্থান করে রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করবেন। মুলত মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নির্যাতনের কথা শুনতে তিনি বাংলাদেশ সফরে আসেন বলে জানা গেছে। এর আগে তিনি ১২ দিন মিয়ানমার সফর করেছেন। সেখানে সরকারের বিভিন্ন পর্যায়ে তিনি কথা-বার্তা বলেছেন।
×