ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে ৮ দিন ব্যাপী বই মেলা শুরু

প্রকাশিত: ০২:০৫, ২১ ফেব্রুয়ারি ২০১৭

লক্ষ্মীপুরে ৮ দিন ব্যাপী বই মেলা শুরু

নিজস্ব সংবাদাতা, লক্ষ্মীপুর ॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে আটদিন ব্যাপী বই মেলা। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাজাহান কামাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শামসুল ইসলাম, পৌর মেয়র আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুজ্জামান, আওয়ামীলীগ নেতা এ্যাড. শফিক মাহমুদ পিন্টু প্রমুখ। মেলায় ৮০ টি ষ্টল রয়েছে। এ মেলা চলবে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত। মেলার উদ্বোধন শেষে স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।
×