ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফাইয়াদের নিয়োগে বাধা দিয়ে ভুল করেছে যুক্তরাষ্ট্র ॥ গুতেরেস

প্রকাশিত: ০৬:০৫, ২১ ফেব্রুয়ারি ২০১৭

ফাইয়াদের নিয়োগে বাধা দিয়ে ভুল করেছে যুক্তরাষ্ট্র ॥ গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, লিবিয়ায় তার সংস্থার রাজনৈতিক মিশনের প্রধান হিসেবে একজন সাবেক ফিলিস্তিনী প্রধানমন্ত্রীর নিয়োগকে বাধাগ্রস্ত করে ওয়াশিংটন ‘মারাত্মক ভুল’ করেছে। শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে তিনি বলেন, প্রতিটি ব্যক্তির এ বিষয়টি অনুধাবন করা জরুরী যে, জাতিসংঘে যারা কাজ করে তারা তাদের ব্যক্তিগত যোগ্যতায় এ সেবা করার সুযোগ পায়। তারা কোন দেশ বা সরকারের প্রতিনিধিত্ব করে না। খবর ইয়াহু নিউজের। জাতিসংঘ মহাসচিব গুতেরেস গত সপ্তাহে সাবেক ফিলিস্তিনী প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদকে লিবিয়ায় জাতিসংঘের রাজনৈতিক মিশনের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। কিন্তু মার্কিন সরকার ভেটো ক্ষমতা প্রয়োগ করে ওই নিয়োগ আটকে দেয়। ইসরাইলের প্রতি নয়া মার্কিন প্রশাসনের যে পূর্ণ আনুগত্য আছে তা প্রমাণ করার জন্য এ কাজ করে ওয়াশিংটন। এর আগে গত সোমবার গুতেরেস মার্কিন সরকারের এ পদক্ষেপে ‘দুঃখ’ প্রকাশ করেছিলেন।
×