ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেতানিয়াহুকে প্রতিশ্রুতি ট্রাম্পের

ইরান কখনও পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না

প্রকাশিত: ০৩:৪৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

ইরান কখনও পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কখনও পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। হোয়াইট হাউসে সফররত ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিয়ে তিনি এক সংবাদ সম্মেলন করেছিলেন। তিনি ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু সমঝোতাকে সবচেয়ে ‘নিকৃষ্ট চুক্তি’ বলেও অভিহিত করেন। খবর পিটিআই অনলাইনের। সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ইসরাইলের সামনে এখন বিশাল নিরাপত্তা চ্যালেঞ্জ। এর অন্যতম হচ্ছে ইরানের পরমাণু অস্ত্র তৈরির উচ্চাভিলাষ। বিষয়টি নিয়ে আমি এর আগেও অনেকবার বলেছি। ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তিটি আমার দেখা এ যাবত সবচেয়ে নিকৃষ্ট চুক্তি। আমার প্রশাসন এরই মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধজ্ঞা আরোপ করেছে। ইরান যেন পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেজন্য আমি সম্ভব সবকিছুই করব।’ তিনি আরও বলেন, ইসরাইল যেন যে কোন ধরনের হুমকি মোকাবেলা করতে পারে সেজন্য দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহায়তা সর্বোচ্চ হারে বাড়নো হয়েছে। ট্রাম্প বলেন, ‘আমাদের দুই দেশই সামনে এগিয়ে যাবে। দু’দেশেরই পারস্পরিক সহযোগিতা, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ও মানুষের জীবনকে যারা মূল্য দেয় না তাদের বিরুদ্ধে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে। এ কারণেই আমি ইহুদী রাষ্ট্রটির বিরুদ্ধে জাতিসংঘের নেয়া একতরফা ও অন্যান্য পদক্ষেপের বিরোধিতা করেছি। জাতিসংঘের সিদ্ধান্তগুলো আমার বিবেচনায় খুবই অন্যায্য ছিল। এ রকম আরও যেসব আন্তর্জাতিক সংস্থা ইসরাইলকে টার্গেট করে থাকে আমার বিবেচনায় তাদের বয়কট করা উচিত।’ বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করে যাবে বলেও নেতানিয়াহু জানান। ফিলিস্তিন ইস্যুটি ফিলিস্তিনী ও ইসরাইলীরা সরাসরি আলোচনার মাধ্যমে সমাধান করে নেবেন বলে ট্রাম্প মন্তব্য করেন। ইরানের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করায় নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদ জানান। ট্রাম্পকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি বলেছেন ইরান যেন পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সে লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। আপনি ইসলামিক স্টেটকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস, আপনার নেতৃত্বে চরমপন্থী ইসলামের উত্থান রোধ করা সম্ভব হবে।’ ট্রাম্প প্রশাসন গত কয়েক সপ্তাহে ইরানের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নিয়েছে তাতে সন্তোষ প্রকাশ করে নেতানিয়াহু বলেন, এ সময়ের মধ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ইরান চুক্তি ভঙ্গ করেছে। এসব ক্ষেপণাস্ত্রের গায়ে হিব্রুতে, ‘ইসরাইল রাষ্ট্রটি অবশ্য ধ্বংস’ করতে হবে লেখা ছিল বলে নেতানিয়াহু দাবি করেন।
×