ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাঘের জলকেলি

প্রকাশিত: ০৫:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

বাঘের জলকেলি

বন্ধু-বান্ধব বা পরিবার-পরিজন নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে আমরা সাধারণত জলকেলিতে মেতে উঠি। এটা খুবই স্বাভাবিক বিষয়। আর এমন দৃশ্য দেখে আমরা অভ্যস্তও। কিন্তু এমন কথা কি কেউ শুনেছে যে বাঘ তার সঙ্গীকে নিয়ে প্রকাশ্যে জলকেলি করে। তাও আবার শহুরে সমুদ্র সৈকতে। হ্যাঁ, সম্প্রতি এমন এক ঘটনাই ঘটেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। নেট দুনিয়ার সুবাদে ভাইরাল হয়েছে সেই ভিডিও। দুবাইয়ের বুর্জ আল আরব হোটেলের কাছাকাছি এক সমুদ্র সৈকতে স্বাভাবিকভাবে ঘুরে বেড়াচ্ছিল পাঁচটি বাঘ। ওই সময় তারা একে অন্যের সঙ্গে জলকেলিও করে। নেট ব্যবহারকারীদের মতে, দুবাইয়ের জুমেইরা সৈকতের শেষ প্রান্তেই এই ভিডিওটি ধারণ করা হয়। বন্যপ্রাণী বিশেষজ্ঞ রেজা খান জানান, দুবাইয়ে বাঘ পোষা আইনী হলেও রাস্তায় ছাড়তে গেলে অনুমতি নিতে হয়।’ স্থানীয় পুলিশ জানায়, সম্প্রতি বন্যপ্রাণী লোকালয়ে ঘুরে বেড়ানোর কোন অভিযোগ দায়ের করা হয়নি। এক্ষেত্রে ওই এলাকাটি কারোর ব্যক্তিগত বলেই ধারণা পুলিশের। -এ্যামিরেটস ডটকম
×