ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনপ্রিয় হয়ে উঠেছে বহুমুখী প্লাস্টিক পণ্যের ব্যবহার

প্রকাশিত: ০৩:৩৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

জনপ্রিয় হয়ে উঠেছে বহুমুখী প্লাস্টিক পণ্যের ব্যবহার

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে বহুমুখী প্লাস্টিক পণ্যের ব্যবহার ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রমবর্ধমান অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বর্তমানে প্রায় ৮ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য বিদেশেও রফতানি হচ্ছে। সম্ভাবনাময় এ খাতকে আরও এগিয়ে নিতে জাতীয় শিল্পনীতি ২০১৬ সালে প্লাস্টিক শিল্পকে অগ্রাধিকার প্রাপ্ত খাতের তালিকায় শীর্ষে রেখেছে সরকার। পাশাপাশি এ খাতের জন্য গড়ে উঠছে আলাদা শিল্পনগরীও। আগামী বছর এ শিল্পনগরী চালু হবে বলে আশা করছে সরকার। এক সময় প্লাস্টিকের এসব খেলনা চীন থেকে আমদানি করা হতো। বর্তমানে দেশীয় উদ্যোক্তাদের প্রচেষ্টায় দেশেই তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের প্লাস্টিকের খেলনা। শুধু খেলনা নয়, দৈনন্দিন জীবন যাপনে ব্যবহার করা হয় এমন নানা প্লাস্টিক পণ্যের দেখা মিলছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনব্যাপী প্লাস্টিক মেলায়। সরজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হওয়া চারদিনে আন্তর্জাতিক প্লাস্টিক মেলার দ্বিতীয় দিনে প্লাস্টিক পণ্য তৈরির নিত্য নতুন মেশিন ও প্রযুক্তির সঙ্গে পরিচিত হচ্ছেন দর্শনার্থীরা। ে মলায় প্লাস্টিক পণ্যের কাঁচামাল থেকে শুরু করে পণ্য উৎপাদনের প্রক্রিয়া প্রদর্শন করা হচ্ছে। এতে অংশ নিয়েছে দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠান। আর দর্শনার্থী ও উদ্যোক্তারা মেলায় আসছেন দুপুরের পর থেকেই। মেলায় সাতটি হলে দেশী-বিদেশী ৪৫০ স্টল রয়েছে। দেশীয় মোট ১৫ ক্যাটাগরিতে প্লাস্টিক হাউস আইটেমস, প্যাকেজিং ম্যাটারিয়েলস, প্লাস্টিক মাউল্ড, ফার্মাসিউটিক্যাল, প্লাস্টিক ফার্নিচার, মেলামাইন, গার্মেন্টস এক্সেসোরিজ, পিপি ওভেন ব্যাগসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টলে পণ্য প্রদর্শন করছে। এসব পণ্যের মধ্যে প্লাস্টিকসামগ্রী ছাড়াও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের সঙ্গে পরিচিত হচ্ছেন দর্শনার্থীরা। এছাড়া বিভিন্ন দেশ থেকে আসা প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক পণ্য উৎপাদনকারী মেশিন ও ক্যাটালগ প্রদর্শন করছে। ড্যাফোডিল গ্রুপের কর্মী আব্বাস এসেছেন খাদ্য পণ্য প্রস্তুতকারক মেশিন নিতে। তিনি বলেন, মেলায় এসে অনেক প্রতিষ্ঠানের মধ্য থেকে যাচাই বাছাই করে নেয়ার সুযোগ হচ্ছে। এই মেলার মাধ্যমে দর্শনার্থীরা পণ্যের পরিচিতি ও নতুন প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও জানতে পারছেন বলে জানিয়েছে আয়োজকরা। দেশের ছোট-বড় মিলিয়ে ৫ হাজারের বেশি প্লাস্টিক কারখানায় এসব পণ্য উৎপাদন করা হচ্ছে। আর এ শিল্পে কর্মসংস্থান হয়েছে প্রায় ১২ লাখ মানুষের।
×