ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৪:৪৫, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকা লেনদেন

ব্লক মার্কেটে মঙ্গলবার মোট ১২ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট এক কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৭২৪টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩৯ কোটি ৮ লাখ টাকা। সূত্র জানায়, ব্লকে মঙ্গলবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংক এক কোটি ৫০ লাখ ৫২ হাজার ৩৮১টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৩১ কোটি ৬১ লাখ টাকা। এমারেল্ড অয়েল ৪ লাখ ৫৬ হাজার ৯৪২টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৪১ লাখ টাকা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ২ লাখ ২০ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৫৫ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছেÑ এ্যাপোলো ইস্পাত, ফু-ওয়াং ফুড, গ্রামীণ ফোন, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি, মাইডাস ফিন্যান্স, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল ও ইউনাইটেড ফিন্যান্স। -অর্থনৈতিক রিপোর্টার দর বৃদ্ধির শীর্ষে গোল্ডেন সন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে গোল্ডেন সন লিমিটেড। এদিন শেয়ারটির দর ১ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি মঙ্গলবারে সর্বশেষ ২১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৯৫ বারে ৮ লাখ ৪ হাজার ১০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৬৭ লাখ টাকা। এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৫ দশমিক ৯১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৫৭ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৩৩৯ বারে ৩৬ লাখ ৮৬ হাজার ১৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২০ কোটি ৯৫ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৮০ পয়সা বা ৩ দশমিক ২৫ শতাংশ দর বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×