ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দৈত্য আকৃতির মেঘ

প্রকাশিত: ০৪:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

দৈত্য আকৃতির মেঘ

স¤প্রতি মেক্সিকোয় দৈত্যের হাতের আকৃতির মতো এমনই এক মেঘ দেখে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে। দেশটির বিশেষজ্ঞরা মেঘটির নাম দিয়েছেন ‘লেন্টিকুলার’। এটি দেখতে অনেকটা ধূসর রঙের মেঘের মাঝখানে গাঢ় কমলা রঙের উজ্জ্বল আলোর মতো। বিশেষজ্ঞরা এই অদ্ভুত মেঘকে বাষ্পীয় চিহ্ন বলেই দাবি করেছেন, যা কিনা আকাশের প্রায় এক কিলোমিটারজুড়ে থাকে। -ইয়াহুনিউজ নতুন ৬০ গ্রহ হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষক দল পৃথিবীর বাইরে সৌরজগতের কাছাকাছি কক্ষপথে ৬০টি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন। গ্রহগুলোর মধ্যে ‘গ্লাইস ৪১১বি’ নামক একটি গ্রহ পৃথিবীর মতোই, এটি পাথুরেপৃষ্ঠ বিশিষ্ট এবং সূর্য থেকে চতুর্থ নিকটতম তারকা সিস্টেমের মধ্যে অবস্থিত। ২০ বছর সময়কাল ধরে হাওয়াই টেলিস্কোপের মাধ্যমে ১ হাজার ৬০০ নক্ষত্রের ওপর ৬১ হাজার পৃথক পর্যবেক্ষণ শেষে এই ফল তৈরি করা হয়েছে। -ডেইলি মেইল
×