ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাফিজুর রহমান আমৃত্যু শ্রমিক শ্রেণীর স্বার্থে লড়াই করেছেন

প্রকাশিত: ০৪:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

হাফিজুর রহমান আমৃত্যু শ্রমিক শ্রেণীর স্বার্থে লড়াই করেছেন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ প্রয়াত কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া আমৃত্যু শ্রমিক ও শ্রমিক শ্রেণীর স্বার্থে লড়াই করেছেন বলে মন্তব্য করেছন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বেসরকারী বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি। তিনি বলেছেন, হাফিজুর রহমান জিয়ার শাসনামলে সরকারী কলকারখানা ব্যক্তিমালিকানায় ছেড়ে দেয়ার চক্রান্তের বিরুদ্ধেসহ সকল সময় পাট, বস্ত্র কল শ্রমিকদের রুটি-রুজির আন্দোলনে প্রাধান্য দিয়েছেন। তাই তিনি খুলনাসহ সারাদেশের শ্রমিকদের হৃদয়ে বেঁচে থাকবেন। মঙ্গলবার সকালে খুলনার শহীদ হাদিস পার্কে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ও জেলা কমিটির সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড হাফিজুর রহমান ভূঁইয়ার প্রথম জানাজা শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে এসব কথা বলেন। সকাল ১০টায় প্রয়াত হাফিজুর রহমানের মরদেহ এখানে আনা হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, আনিসুর রহমান মল্লিক, মাহমুদুর রহমান মানিক, নূর আহমেদ বকুল, ইকবাল কবির জাহিদ, এ্যাডভোকেট হাফিজুর রহমান এমপি, এ্যাডভোকেট মোসস্তফা লুৎফুল্লাহ এমপি, এ্যাডভোকেট টিপু সুলতান এমপি, ইয়াসিন আলী এমপি, কেন্দ্রীয় নেতা দীপংঙ্কর সাহা দিপু, মনোজ সাহা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পার্টি খুলনা জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিনা মিজানুর রহমান। পরে প্রয়াত হাফিজুর রহমানের মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল প্লাটিনাম জুবলী জুট মিল মাঠে নেয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে দৌলতপুর শহীদ মিনার, ইর্স্টান জুটমিলস শ্রমিক ময়দান ও পরে ফুলতলা নিয়ে যাওয়া হয়। বিকেলে ফুলতলার ডেবুর মাঠে মরহুমের শেষ জানাজা ও শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা সরকারী কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
×