ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাহিন স্পিনিংয়ের উৎপাদন দ্বিগুণ হচ্ছে

প্রকাশিত: ০৪:৫২, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

জাহিন স্পিনিংয়ের উৎপাদন দ্বিগুণ হচ্ছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেডের স্থাপিত নতুন ইউনিট চালু হতে যাচ্ছে। কোম্পানিটির এ ইউনিট চালু হলে উৎপাদন প্রায় দ্বিগুণ হতে পারে বলে জানা গেছে। সূত্রমতে, চলতি বছরের মার্চের শুরুর দিকে নতুন ইউনিট চালু হতে যাচ্ছে । ফলে কোম্পানির দৈনিক উৎপাদন বাড়বে প্রায় ৪২৪০ কেজি। আর এতে কোম্পানিটির কর পরবর্তী বার্ষিক মুনাফা বেড়ে দাঁড়াবে প্রায় ৪ কোটি টাকা। নতুন ইউনিটের জন্য জাহিন স্পিনিং গত বছর ৩০টি রিং মেশিন আমদানি করে, যাতে ১৫ হাজার ৪৮০টি স্পেন্ডেল রয়েছে। ইতোমধ্যে এর যাবতীয় স্থাপন প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। রিং ইউনিটের বর্জ্য তুলা দিয়ে ফের রোটর সুতা উৎপাদন করা হবে। কোম্পানি সূত্রে জানা গেছে, রিং মেশিন স্থাপনের এই অর্থ কোম্পানির নিজস্ব তহবিল থেকেই সংস্থান করা হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×