ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

টুকরো খবর

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ ফেব্রুয়ারি ॥ গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের ব্রিঞ্চি গ্রামে স্ত্রী পাখি বেগমকে (২৩) হত্যা করার পর স্বামী জালাল মিয়া (২৮) নিজে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। রবিবার জালাল মিয়ার ঘর থেকেই মৃত দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। জালাল মিয়া ওই গ্রামের খাজা মিয়ার ছেলে। সে ব্যাটারিচালিত অটোভ্যান চালাত। স্থানীয় লোকজন জানায়, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে জালাল মিয়ার সঙ্গে পাখির বিয়ে হয়। তাদের সংসারে ছয় মাসের একটি সন্তান রয়েছে। শনিবার রাতে দু’জনের মধ্যে ঝগড়া হলে রাতে স্ত্রী পাখিকে শ্বাসরোধে হত্যার পর নিজে ঘরের ধরনার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে জালাল। রবিবার সকালে বাড়ির লোকজন ঘরের মেঝেতে পাখির লাশ ও ঘরের ধরনার সঙ্গে জালালের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। যুবককে কুপিয়ে জখম নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১২ ফেব্রুয়ারি ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর এলাকায় যৌতুকের দাবিতে বোন কেয়া আক্তার মনিকে (২৮) দিনের পর দিন অমানুষিক নির্যাতনের প্রতিবাদ করায় তার ভাই রবিউল ইসলাম শামীমকে কুপিয়ে জখম করেছে বোন জামাই। এ বিষয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে মামলা তুলে নেয়ার জন্য আসামিপক্ষের লোকজনরা বাদীর পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় রবিবার দুপুরে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, দক্ষিণ গোপালপুর গ্রামের মহাসিন হাওলাদারের মেয়ে কেয়া আক্তার মনির সঙ্গে একই এলাকার জালাল মোল্লার ছেলে আরজু হাসান মানিকের ১২ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। ওই সময় তাকে যৌতুক হিসেবে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল দেয়া হয়। এরপরও লোভী স্বামী আরজু হাসান মানিক শ্বশুর-শাশুড়িসহ মিলে যৌতুকের জন্য বিভিন্ন সময় কেয়ার আক্তার মনিকে একের পর এক চাপ প্রয়োগ করতে থাকে। ফের যৌতুকের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে কেয়া আক্তার মনিকে শারীরিক ও মানষিকভাবে নির্যাতন চালায় তার শ্বশুর বাড়ির লোকজন। জেএমবি নেতাদের জামিন নামঞ্জুর স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ জেএমবির শীর্ষ দুই নেতাসহ পাঁচ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা দুটি মামলায় জেএমবির শীর্ষ ৫ নেতাকে রবিবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক ড. ইমান আলী শেখ জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এরা হলেন- জেএমবির প্রধান সমন্বয়ক আব্দুল নুর, এহসার সদস্য নুরুজ্জামান আরিফ, গায়েবে এহসার সদস্য আবুল কালাম আজাদ, ফারুক আহম্মেদ ও নূর ইসলাম সাগর। বান্দরবানে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১২ ফেব্রুয়ারি ১৭ ॥ রবিবার পার্বত্য জেলার ৭টি উপজেলার ঝিড়ি ঝর্ণা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জানা গেছে, রবিবার সকালে জেলা প্রশাসন মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় রুমা উপজেলার রুমা ঝিড়ি এবং লামা ও থানচি উপজেলায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমম্রু ও ঘুমধুম সীমান্ত দিয়ে মাদকদ্রব্য প্রবেশ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেয়া হয়। এ সময় পর্যটন নগরী হিসেবে বান্দরবানকে গড়ে তোলার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পৌরসভাকে অনুরোধ জানানো হয়। সভায় উপস্থিত ছিলেনÑ জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র ইসলাম বেবী, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। সুন্দরবন দিবসে অনুষ্ঠান স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ স্কুল পর্যায়ের শিশুদের জন্য ‘জীববৈচিত্র্যের সুন্দরবন, করবো মোরা সংরক্ষণ’Ñ শীর্ষক চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতার মধ্য দিয়ে রবিবার থেকে সুন্দরবন দিবসের তিনদিনব্যাপী কর্মসূচী শুরু হয়েছে। সকাল ১০টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সুন্দরবন একাডেমি ও বন বিভাগ যৌথভাবে এ কর্মসূচী আয়োজন করে। প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবসকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। এবার চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতা ছাড়া গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে সোমবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন এবং ১৪ ফেব্রুয়ারি শোভাযাত্রা এবং জাতিসংঘ শিশুপার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়াও ‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’ সেøাগান তুলে ধরে দেশে ও দেশের বাইরে ই-কার্ড মেইল করার কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে খুলনায় অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা জেলা ও সুন্দরবন সন্নিহিত উপজেলাসমূহে সুন্দরবন দিবসের বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে। নদীতে ডুবে শিশুর মৃত্যু সংবাদদাতা, ভূঞাপুর, টাঙ্গাইল, ১২ ফেব্রুয়ারি ॥ ভূঞাপুরে নানার বাড়ি বেড়াতে এসে গোসল করতে গিয়ে ডুবে মৃত্যু হয়েছে মারুফ (১০) নামে এক শিশুর। সে উপজেলার বাগবাড়ী গ্রামের মজনু মিয়ার ছেলে। রবিবার বেলা ১১টার দিকে এই শিশু নানাকে নিয়ে গোসল করতে যায় উপজেলার কামারগোনা নামক নদীতে। গোসলের একপর্যায়ে মারুফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুর ১টার সময় তার মৃতদেহ ভেসে উঠে। মারুফ পশ্চিম ভূঞাপুরের আব্দুল হাইয়ের নাতি। সঠিক মুক্তিযোদ্ধা বাছাইয়ের দাবি নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ১২ ফেব্রুয়ারি ॥ ‘চেতনায় ৭১ এর মুক্তিযোদ্ধা’ বরগুনা প্রেসক্লাবের আয়োজনে সঠিক মুক্তিযোদ্ধা বাছাইয়ের দাবিতে রবিবার সকাল ১০টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। কেন্দ্রীয় খেলাঘরের সদস্য চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেনÑ প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ, সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু, জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, জেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শানু, লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল, জাফর হোসেন হাওলাদার, হাফিজুর রহমান, জুনায়েত জুয়েল প্রমুখ। ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা ॥ হোতা আটক নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১২ ফেব্রুয়ারি ॥ কোটালীপাড়ায় পিঞ্জুরী গ্রামে এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় মূল হোতা সম্রাট ম-লকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে কোটালীপাড়া ও আগৈলঝাড়া সীমান্তবর্তী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সম্রাট একই গ্রামের শ্রীধাম ম-লের ছেলে। পুলিশ জানায়, ঘটনার শিকার ওই এসএসসি পরীক্ষার্থী গত ৫ ফেব্রুয়ারি রাতে পড়াশুনা শেষে বাথরুমে যায়। এ সময় তাকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশী সম্রাট ম-ল (২৩) এবং তার দু’সহযোগী সজল বিশ্বাস (২২), মিঠু বসু (২০) অতর্কিতে পিছন থেকে মুখ চেপে ধরে টেনেহেঁচড়ে বাড়ি সংলগ্ন নিচু জায়গায় নিয়ে যায় এবং তাকে নগ্ন করে ভিডিও চিত্র ধারণ করে ধর্ষণ চেষ্টা চালায়। একপর্যায়ে সে বখাটেদের হাত থেকে নিজেকে মুক্ত করে ফিরে আসতে সমর্থ হয়। মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর’স ও ডিনস এ্যাওয়ার্ড বিতরণ নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ১২ ফেব্রুয়ারি ॥ টাঙ্গাইলে অবস্থিত মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর’স ও ডিনস এ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান রবিবার সকালে একাডেমিক ভবনের বিজিই বিভাগের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ও বিশ^বিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য ছানোয়ার হোসেন। অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ কায়কোবাদ। সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। ¯œাতক পর্যায়ে ২ জন ও ¯œাতকোত্তর পর্যায়ে ৫ জনসহ মোট ৭ জনকে ভাইস চ্যান্সেলর’স এ্যাওয়ার্ড, ¯œাতক পর্যায়ে ১ জন ও ¯œাতকোত্তর পর্যায়ে ৭ জনসহ মোট ৮ জনকে ডিনস এ্যাওয়ার্ড এবং ২২ জনকে ডিনস লিস্ট সম্মাননাসহ সর্বমোট ৩৫ জনকে পুরস্কার প্রদান করা হয়। ই-লাইব্রেরি উদ্বোধন স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অটোমেটেড লাইব্রেরি সিস্টেম (ই-লাইব্রেরি) চালু হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে রবিবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ ই-লাইব্রেরি উদ্বোধন ঘোষণা করেন। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির বিভাগীয় প্রধান ও গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ নাসির উদ্দীন। প্রজেক্টের আওতায় বিভিন্ন বিষয়ে বিখ্যাত ৩টি পাবলিশার্স যথা- ঝঅএঊ, ঞধুষড়ৎ ্ ঋৎধহপরং ও ঈধসনৎরফমব এর ১৪ হাজার ই-বুক ব্যবহারের সুযোগ রয়েছে এই লাইব্রেরিতে। মহিষ পালন বিষয়ক কর্মশালা নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১২ ফেব্রুয়ারি ॥ ভোলায় উন্নত পদ্ধতিতে মহিষ পালন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের পেইস প্রকল্প ও ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্প আওতায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থায় এ কর্মশালার আয়োজন করে। গ্রামীণ জনউন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার কর্মকার, চরফ্যাশন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হিরণ¥য় বিশ্বাস।
×