ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অধিকাংশ মানুষ তথ্য অধিকার আইন সম্পর্কে জানেন না

দুর্নীতিবিরোধী জরিপ

প্রকাশিত: ০৫:৪৮, ১২ ফেব্রুয়ারি ২০১৭

দুর্নীতিবিরোধী জরিপ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ দেশের অধিকাংশ মানুষ এখনও তথ্য অধিকার আইন সম্পর্কে জানেন না। ৩৮.৩৪ শতাংশ মানুষ তথ্য অধিকার আইনের কথা শুনলেও ৬১.৬৬ শতাংশ মানুষ এ সম্পর্কে জানেন না। সদর উপজেলা প্রশাসনে দুর্নীতিবিরোধী জরিপকালে এ তথ্য উঠে আসে। শনিবার দুপুরে জরিপের ফল প্রকাশ করে বাগেরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা ‘আলোকবর্তিকা’। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‘আলোকবর্তিকা’র উপদেষ্টা যাত্রাপুর ইউপি চেয়ারম্যান এমএ মতিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন প্লানিং কমিশনের ক্রয় সংক্রান্ত রিভিউ প্যানেলের (সিপিটিইউ) সদস্য সাবেক জেলা ও দায়রা জজ বেলায়েত হোসেন। ‘দুর্নীতিবিরোধী বাগেরহাট সদর উপজেলা প্রশাসন’ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে সেবাগ্রহীতাদের ওপর উপজেলার সার্বিক কর্মকা- নিয়ে গত এক সপ্তাহ যাবত এ জরিপ করা হয়।
×