ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বইমেলা বাঙালীর প্রাণের মেলা

প্রকাশিত: ০৬:১৮, ১১ ফেব্রুয়ারি ২০১৭

বইমেলা বাঙালীর প্রাণের মেলা

সিলেটে ভাষা আন্দোলন নিয়ে রচিত বই-পত্র-পত্রিকা ও সরণিকায় গোবিন্দ পার্ক মুসলিম সাহিত্য সংসদের ভূমিকার প্রমাণ পাওয়া যায়। সেই ৪৭ এর শেষ এবং ৪৮ এর শুরুর দিকে প্রায়দিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল সহকারে বিক্ষুব্ধ জনতা গোবিন্দ পার্কে জড়ো হতেন। আসতেন শহরের বাইরে থেকেও। অংশ নিতেন সভা-সমাবেশে। শাসকদের চক্রান্তের বিরুদ্ধে ফুঁসে উঠতো গোবিন্দ পার্ক। আন্দোলন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেয়া হতো সেইসব সভা-সমাবেশ থেকে। পর্যায়ক্রমে মুসলিম সাহিত্য সংসদকে ঘিরে ভাষা প্রেমিকদের আড্ডাস্থল তৈরি হয়। ৪৭ থেকে এই অঞ্চলে প্রকশিত পত্র পত্রিকা বই পুস্তক সংগৃহীত হয় এখানে। পরবর্তীতে ফেব্রুয়ারি এলেই সেগুলোর প্রদর্শনীর অয়োজন করা হতো। সময়ের সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ের লেখকদের বই পুস্তক প্রকাশের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ফেব্রুয়ারি মাসে ভাষা দিবস হিসেবে সভা সেমিনারসহ নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। একসময় সেসব অনুষ্ঠানমালার সঙ্গে বইমেলাও সংযুক্ত হতো। সময়ের ব্যবধানে বিভিন্ন লাইব্রেরী, সাহিত্য সংগঠন পৃথকভাবে বই মেলার আয়োজন শুরু করে। লেখকদের কাছে ফেব্রুয়ারি মাসই বই প্রকাশের মাসে পরিণত হয়। ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে বইমেলা আর শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এখন শহরের পাশাপাশি উপজেলাগুলোতেও ফেব্রুয়ারি এলে নানান অনুষ্ঠানের সঙ্গে পৃথকভাবে ব্যাপক প্রস্তুতি নিয়ে বইমেলার আয়োজন করা হয়। স্থানীয় পর্যায়ে গড়ে উঠেছে অনেক প্রকাশনী। বইমেলা সকল বয়সী মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়। বইমেলা এখন বাঙালীর প্রাণের মেলা। এবার সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ কলেজে বইমেলার আয়োজন করেছে জাতীয় কবিতা পরিষদ মুরারিচাঁদ কলেজ শাখা। আগামী ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি বইমেলার দিন ধার্য করা হয়েছে। মেলা চলবে সকাল ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত। বইমেলায় কবিতামঞ্চ তৈরি করা হবে। উন্মুক্ত কবিতার আসরেরও ব্যবস্থা থাকবে। -সালাম মশরুর সিলেট থেকে
×