ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেরিটাইম বিজনেস সামিটে শিপার্স কাউন্সিল

প্রকাশিত: ০৫:৩৭, ৯ ফেব্রুয়ারি ২০১৭

মেরিটাইম বিজনেস সামিটে শিপার্স কাউন্সিল

গেটওয়ে মিডিয়া প্রাইভেট লিমিটেডের উদ্যোগে ৯ থেকে ১০ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপাটনামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইস্ট কোস্ট মেরিটাইম বিজনেস সামিট। এ যোগদানের উদ্দেশে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের চেয়ারম্যান রেজাউল করিম বুধবার ঢাকা ত্যাগ করেছেন। এবারেব শীর্ষ সম্মেলনের মূল থিম হলো ‘রিবুটিং বিজনেস স্ট্র্যেটেজিজ’। দুই দিনের এই সম্মেলনে পরিবেশ পরিবর্তনে সমুদ্র পরিবহন ব্যবসা, আঞ্চলিক উন্নয়ন, পূর্ব উপকূলে কার্গো পরিবহন প্রভৃতি বিষয়ের ওপর আলোচনা হবে। বাংলাদেশ থেকে দুইজন বিশেষজ্ঞ বক্তা হিসেবে এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেকে এ সম্মেলনে যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে। শিপার্স কাউন্সিলের পরিচালক সৈয়দ মোহাম্মদ বখতিয়ারও সম্মেলনে অংশ নিচ্ছেন। -অর্থনৈতিক রিপোর্টার খুলনায় এটলাস মোটরসাইকেলের টেস্ট ড্রাইভ প্রোগ্রাম শিল্প মন্ত্রণালয়ের অধীন শিল্প প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেডের মোটরসাইকেলের টেস্ট ড্রাইভ প্রোগ্রাম বুধবার খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। এখানে ইউরোপিয়ান টেকনোলজিতে তৈরি বিশ্বখ্যাত এটলাস জংশেন ব্রান্ডের মোট ৮ মডেলের মোটরসাইকেল প্রদর্শিত হয়। খুলনা থেকে শুরু হওয়া এ কর্মসূচী দক্ষিণ বাংলার বিভিন্ন জেলায় সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে। সকালে খুলনার কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ মাঠে মোটরসাইকেলের টেস্ট ড্রাইভ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এটলাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আবুল কাশেম, নিউ মোটরসাইকেল মার্টের স্বত্বাধিকারী সামছুল আলম, আ ন ম কামরুল ইসলাম (অঃ প্রঃ প্রকৌঃ), মোঃ আজিবর (ক্রয় বিভাগ) প্রমুখ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। টেস্ট ড্রাইভ প্রোগ্রামে অংশ গ্রহণকারীরা অভিমত ব্যক্ত করে বলেন, প্রদর্শিত মোটরসাইকেলগুলো খুব উন্নত ও গুণগত মান সম্পন্ন। Ñস্টাফ রিপোর্টার, খুলনা অফিস
×