ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে বিকন ফার্মা

প্রকাশিত: ০৫:৩১, ৯ ফেব্রুয়ারি ২০১৭

দরবৃদ্ধির শীর্ষে বিকন ফার্মা

দেশের প্রধান পুুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর বাড়ার শীর্ষে রয়েছে বিকন ফার্মা লিমিটেড। এদিন শেয়ারটির দর ২ টাকা বা ৯ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি দুই হাজার ২১১ বারে ৪০ লাখ ৩ হাজার ৭১৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৯ কোটি ১০ লাখ টাকা। দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা বা ৯ দশমিক ৮০ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৪৪ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭০৯ বারে ৫ লাখ ২৫ হাজার ৩৬৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩০ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা আইসিবি সেকেন্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৬০ পয়সা বা ৯ দশমিক ৩৮ শতাংশ দর বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে দুই কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানি দুটি হচ্ছে- ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ডেসকো সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের মধ্যে বণ্টন করেছে। আর পাওয়ার গ্রিড বিইএফটিএনের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে ডেসকো ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর পাওয়ার গ্রিড ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×