ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চলতি বছরই আকাশে উড়বে চীনের তৈরি বৃহৎ যাত্রীবাহী বিমান

প্রকাশিত: ০৩:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০১৭

চলতি বছরই আকাশে উড়বে চীনের তৈরি বৃহৎ যাত্রীবাহী বিমান

চীনের তৈরি প্রথম বৃহৎ যাত্রীবাহী বিমান চলতি বছরের প্রথমার্ধে আকাশে উড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। চীনা দৈনিক পিপলস ডেইলি এ খবর জানিয়েছে। খবর ওয়েবসাইটের। বিশ্ব বিমান বাজারে চীনের প্রতিযোগিতায় নামার উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ হিসেবে এ বিমান নির্মাণ করা হয়েছে। ভূমিতে থাকাবস্থায় সব যন্ত্রপাতিসহ বিমান ব্যবস্থার পরীক্ষা এরই মধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। ২০১৪ সালের পর থেকে এ বিমানের প্রথমবার আকাশে ওড়ার পরিকল্পনা দু’দফা বাতিল করতে হয়েছে। উৎপাদন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ পরিকল্পনা বাতিল করা হয়েছিল। দুই ইঞ্জিনের সি৯১৯ বিমানটি গত নবেম্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে সাংহাইতে প্রথম প্রদর্শন করা হয়। ১৫৮ যাত্রী নিয়ে বিমানটি ৪ হাজার ৭৫ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে। এ বিমানের দীর্ঘপাল্লার সংস্করণ পাড়ি দিতে পারবে ৫ হাজার ৫শ’ ৫৫ কিলোমিটার। স্বল্প পরিসর বোয়িং-৭৩৭ এবং এয়ারবাস এ৩২০ বিমানের সঙ্গে প্রতিযোগিতাকে সামনে রেখে এ বিমান তৈরি করা হয়েছে। চীনের ইস্টার্ন এয়ারলাইন্স এ বিমানের প্রথম ক্রেতা। ২৩টি ক্রেতার কাছ থেকে এ পর্যন্ত ৫৭০টি সি৯১৯ বিমান কেনার আদেশ পাওয়া গেছে বলে চীনা সংবাদমাধ্যম জানিয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় নতুন দেশ নয় ॥ যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় এই মুহূর্তে নতুন কোন দেশের নাম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৭ জানুয়ারি নির্বাহী আদেশের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন ও আফ্রিকার লিবিয়া, সুদান ও সোমালিয়া এই সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন। বুধবার অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শন স্পাইসার মঙ্গলবার জানিয়েছেন, আপাতত এ নিষেধাজ্ঞার তালিকায় নতুন দেশের নাম যুক্ত করার পরিকল্পনা নেই তাদের। স্পাইসার জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন এখন অন্য সব দেশেরও খোঁজখবর নিচ্ছে। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কী ধরনের প্রক্রিয়া আছে এবং কোন ব্যবস্থায় ওই সব দেশের নাগরিকদের পরীক্ষা করা যেতে পারে, তা খতিয়ে দেখছেন তারা। ফলে পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করবেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে ১২০ দিন সব শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষিদ্ধ করা হয়েছে। সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের জন্য তিন মাস ভিসা দেয়া বন্ধ করেছেন তিনি।
×