ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার ভিত্তিক ব্যাংকার-উদ্যোক্তা মতবিনিময়

প্রকাশিত: ০৩:৫৬, ৭ ফেব্রুয়ারি ২০১৭

লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার ভিত্তিক ব্যাংকার-উদ্যোক্তা মতবিনিময়

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন ব্যাংক ৫ কোটি ৮০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সোনালী ব্যাংক যশোর কর্পোরেট কার্যালয়ে লাইট ইঞ্জিনিয়ারিং ক্লাস্টার ভিত্তিক ব্যাংকার-উদ্যোক্তা মতবিনিময় সভা শেষে এ ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক যশোর কর্পোরেট শাখার সহকারী জেনারেল ম্যানেজার ইমামুল হোসেনের সভাপতিত্বে ঋণ বিতরণ ও সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার স্বপন কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশের এভিপি মারুফ হোসেন, ব্যাংক এশিয়ার এসইভিপি সরদার আখতার হামিদ, বেসিক ব্যাংকের উপমহাব্যবস্থাপক জহির উদ্দিন, আইএফআইসি ব্যাংকের ইভিপি রওশন জাদীদ ও সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সহকারী জেনারেল ম্যানেজার খন্দকার গোলাম জাকারিয়া। এ সময় জনতা ব্যাংক যশোরের উপমহাব্যবস্থাপক শেখ মোঃ শামসুজ্জামান, রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক জয়নাল আবেদীন, সোনালী ব্যাংক যশোরের উপমহাব্যবস্থাপক আবদুল গাফ্ফারসহ সরকারী বেসরকারী ব্যাংকের কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, সব শ্রেণীর মানুষের মধ্য থেকে উদ্যোক্তা চাই। সব ব্যাংককেই নতুন উদ্যোক্তা খুঁজে বের করতে হবে। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের নিয়ে পড়ে থাকলে হবে না। কেননা নতুন করে উদ্যোক্তা সৃষ্টি না করতে পারলে দেশের অর্থনীতির চাকা সচল হবে না। যশোরের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের অনেক সম্ভাবনা রয়েছে। এদের সহযোগিতা দিলে দেশের অর্থনীতিতে এই শিল্প অবদান রাখবে। মতবিনিময় সভা শেষে যশোর সিটির বিভিন্ন ব্যাংক শাখা ৫ কোটি ৮০ লাখ টাকা লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের ৫৫ জন উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন অংকে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বিতরণ করে। চট্টগ্রামে ৪ দিনব্যাপী রিহ্যাব ফেয়ার শুরু কাল স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ সেøাগানে কাল বুধবার চট্টগ্রামে শুরু হচ্ছে ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০১৭।’ রিয়েল এস্টেট এ্যান্ড হাউসিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে নগরীর রেডিসন ব্লু চিটাগং বে ভিউ’র মেজবান হলে আয়োজন করা হয়েছে চার দিনব্যাপী এ মেলার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। রিহ্যাব ফেয়ারকে সামনে রেখে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজক সংগঠনটির নেতৃবৃন্দ। চিটাগাং ক্লাবের হল রুমে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী জানান, এবারের মেলায় ৭২টি প্রতিষ্ঠানের মোট ৯০টি স্টল থাকবে। তিনি বলেন, আবাসন মানুষের মৌলিক চাহিদাগুলোর অন্যতম। এ চাহিদা মেটানোর দায়িত্ব সরকারের। কিন্তু সীমিত সম্পদের এদেশে সরকারের একার পক্ষে তা সম্ভব নয়।
×