ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুয়েত সশস্ত্র বাহিনী প্রতিনিধি দলের টিটিটিআই পরিদর্শন

প্রকাশিত: ০৫:০৭, ৬ ফেব্রুয়ারি ২০১৭

কুয়েত সশস্ত্র বাহিনী প্রতিনিধি দলের টিটিটিআই পরিদর্শন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত গাজীপুরের ‘ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিটিআই)’ পরিদর্শন করেছে কুয়েত সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল। কুয়েত সেনাবাহিনীতে নিয়োগের জন্য বিভিন্ন ট্রেডে দক্ষ জনশক্তি নেয়ার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রবিবার পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি এ প্রতিষ্ঠান পরিদর্শন করেন। সকালে প্রতিনিধি দলটি টিটিটিআইতে পৌঁছলে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল লেঃ কর্নেল (অব) আছয়াদুর রহমান তাদের স্বাগত জানান। এ সময় কনফারেন্স রুমে টিটিটিআইয়ের কর্মকা-ের উপর ব্রিফিং করা হয়। পরে প্রতিনিধি দলের সদস্যরা সরেজমিনে টিটিটিআইয়ের সকল প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণ কর্মকা-ের ভূয়সী প্রশংসা করেন। প্রতিনিধি দলটি বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিভিন্ন ট্রেডের দক্ষ জনশক্তি কুয়েত সশস্ত্র বাহিনীতে চাকরির জন্য নির্বাচন ও সম্ভাব্যতা যাচাই করছে। এটা সম্ভব হলে কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনী ও দেশ থেকে জনশক্তি রফতানির নতুন দুয়ার উন্মোচন হবে। বিগত বেশ কিছু বছর যাবত স্কিল্ড টেকনিক্যাল ম্যানপাওয়ার ইন কুয়েত (এসটিএমকে) এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক ও বেসামরিক কয়েক হাজার সদস্য কুয়েত সশস্ত্র বাহিনীতে কর্মরত রয়েছে।
×