ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্যোৎসবে ‘শিখণ্ডী কথা’

প্রকাশিত: ০৪:০৪, ৫ ফেব্রুয়ারি ২০১৭

জাহাঙ্গীরনগর থিয়েটারের নাট্যোৎসবে ‘শিখণ্ডী কথা’

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ৮ দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে জাহাঙ্গীরনগর থিয়েটার। গত ৩ ফেব্রুয়ারি এ নাট্যোৎসব শুরু হয়েছে। উৎসবের উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমেদ। উৎসবে আজ রবিবার মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রযোজনা ‘শিখ-ী কথা’ নাটকের ১৬৫তম প্রদর্শনী হবে। বাংলাদেশে প্রথম হিজড়া সমাজের মানুষদের সুখ-দুঃখ কথামালায় গাথা গবেষণা নাট্য ‘শিখ-ী কথা’ নাটকটি রচনা করেছেন আনন জামান। নির্দেশনা দিয়েছেন ড. রশীদ হারুন। নাটকটির কুশীলবরা হলেন- মীর জাহিদ হাসান, আনন জামান, ফারুক আহমেদ সেন্টু, বেবী সিকদার, উৎপল চক্রবর্তী, হাবিবুর রহমান হাবিব, মোঃ শাহনেওয়াজ, সৈয়দ ফেরদৌস ইকরাম, কামরুজ্জামান সবুজ, সৈয়দ লুৎফর রহমান, ইকবাল চৌধুরী, বিথুন আহমেদ, কোনাল আলী সাথী, সামিউল জীবন, তৌহিদুর রহমান শিশির, সামসুল আলম, রাসেল আহমেদ, রিফাত হোসেন জুয়েল, আসাদুজ্জামান রাফিন, রাজিব হোসেন, কানিজ ফাতেমা লিসা, শাহরিয়ার পলিন, তারকেশ্বর তারোক, সুরেলা নাজিম, হুমায়ুন, ইব্রাহিম ও ফারাবী আকন্দ হীরা। নাটকের নেপথ্য শিল্পীরা হলেন- পোশাক পরিকল্পনায় ওয়াহীদা মল্লিক, সূচনা সঙ্গীত ইউসুফ হাসান অর্ক, আবহ সঙ্গীত সুলতানা ইয়াসমীন হক ও আব্দুল আলীম, মঞ্চ পরিকল্পনায় তানভীর হাসান ও মু. শফিকুল ইসলাম, আলোক পরিকল্পনায় রফিকুল হক হিমেল, কোরিওগ্রাফি রাজশ্রী রায়, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময় এবং প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান।‘শিখ-ী কথা’ নাটকের কাহিনী শুরু হয় মায়ের গর্ভে বাঁকানো ত্বকের ছইয়ের নিচে ছোট্ট ভ্রƒণকে ঘিরে। কারণ এ ভ্রƒণ জানে না কৈশোরে সে পরিবার থেকে বিতাড়িত হবে, যৌবনে তার কামনা-বাসনা পচবে-গলবে নিজের ভেতরে, এক ভয়ানক বেদনায় নিজেকেই নিজে খুন করার জন্য উন্মাদ হয়ে উঠবে, জীবন যন্ত্রণায় দগ্ধ হয়ে এ ভ্রƒণ একদিন ঈশ্বরের মুখোমুখি দাঁড়াবে। এ ভ্রƒণ সমাজের সভ্যজনদের সমবেত করে পরনের কাপড় টুকরা টুকরা করে ছিঁড়বে এ জনমে। এ নাট্যকথার ছোট্ট ভ্রƒণ চাঁদ সোনা এক পুত্র শিশু হয়ে জন্মগ্রহণ করে হিজলতলী গ্রামের রমজেদ মোল্লার পরিবারে। নাম হয় রতন মোল্লা। কিন্তু বয়ঃসন্ধিকালে আবিষ্কৃত হয় সে অংশত নারী, অংশত পুরুষ। জীবনের সমস্ত স্বাভাবিকতা বিনষ্ট হয়ে জন্মের এক ভীষণ যন্ত্রণা সহস্রমুখো দানবের মতো জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাড়িয়ে বেড়ায় তাকে। এই লিঙ্গ প্রতিবন্ধীদের সুখ-দুঃখ নিয়েই নাট্য ‘শিখ-ী কথা’। লিঙ্গ প্রতিবন্ধীরা নারী না হোক, পুরুষ না হোক; একজন স্বাভাবিক মানুষের সম্মান যেন পায়, এই অভিপ্রায় সামনে রেখে মহাকাল প্রযোজনা গবেষণা নাট্য ‘শিখ-ী কথা’।এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণিল আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুক্রবার সকালে ৮ দিনব্যাপী নাট্যোৎসবের সূচনা হয়। উৎসবের প্রথম দিন ছিল আনন্দ শোভাযাত্রা, নাটকের পোস্টার ও স্থিরচিত্র প্রদর্শনী। পরদিন শনিবার পরিবেশিত হয় বটতলা প্রযোজনা ‘ক্রাচের কর্নেল’। আগামীকাল ৬ ফেব্রুয়ারি পরিবেশিত হবে জাহাঙ্গীরনগর থিয়েটারের নাটক ‘হাতহদাই’, ৭ ফেব্রুয়ারি প্রাঙ্গণেমোর প্রযোজনা ‘কনডেম সেল’, ৮ ফেব্রুয়ারি থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনা ‘কোর্ট মার্শাল’, ৯ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রযোজনা ‘ট্রেন টু পাকিস্তান’ এবং ১০ ফেব্রুয়ারি রয়েছে জাহাঙ্গীরনগর থিয়েটারের প্রাক্তনী পুনর্মিলনী। প্রতিদিন সন্ধ্যা ৬টায় নাটক শুরু হবে।
×