ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসইতে পিই রেশিও কমেছে

প্রকাশিত: ০৩:৫৯, ৫ ফেব্রুয়ারি ২০১৭

ডিএসইতে পিই রেশিও কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে দশমিক ৫৯ পয়েন্ট বা ৩ দশমিক ৬৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫ দশমিক ৪১ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৬ পয়েন্ট। বিশ্লেষকদের মতে, পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে। সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.২ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৯.৬ পয়েন্টে, সিরামিক খাতের ২২.৪ পয়েন্টে, প্রকৌশল খাতের ২১.৬ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৮.২ পয়েন্টে, জ্বালানি ও বিদু্যুত খাতে ১৩.৩ শতাংশ, সাধারণ বিমা খাতে ১৫.২ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতে ২৫.৬ পয়েন্টে। এছাড়া পাট খাতের পিই রেশিও মাইনাস ১৫.৬ পয়েন্টে, বিবিধ খাতের ৩০.৬ পয়েন্টে, এনবিএফআই খাতে ২৯ পয়েন্ট, কাগজ খাতের মাইনাস ১০৬.৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮.৭ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ২৪.২ পয়েন্টে, চামড়া খাতের ২৩.৩ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৯.২ পয়েন্টে, বস্ত্র খাতের ২২.৫ পয়েন্টে এবং ভ্রমণ ও অবকাশ খাতে ২৬.১ পয়েন্টে অবস্থান করছে। পাঁচ খাতে শতভাগ কোম্পানির দরপতন অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ খাতে শতভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। খাতগুলো হলোÑ সিমেন্ট, আর্থিক, বিদ্যুত ও জ্বালানি, আইটি, সেবা ও আবাসন। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সিমেন্ট খাত ॥ সিমেন্ট খাতে থাকা ৭ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে কনফিডেন্স সিমেন্টের। এই কোম্পানির দর কমেছে ৩.৩০ টাকা। এছাড়া আরামিট সিমেন্টের দর কমেছে ০.৮০ টাকা, হাইডেলবার্গ সিমেন্টের ২.৪০ টাকা, লাফার্জ সুরমার ০.৮০ টাকা, মেঘনা সিমেন্টের ২.৭০ টাকা, এমআই সিমেন্টের ০.১০ টাকা এবং প্রিমিয়ার সিমেন্টের কমেছে ৩.২০ টাকা। আর্থিক খাত ॥ আর্থিক খাতে থাকা ২৩ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে লংঙ্কাবাংলা ফাইন্যান্সের। এই কোম্পানির দর কমেছে ৩.৯০ টাকা। এছাড়া বে লিজিং এ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার দর কমেছে ১.৪০ টাকা, বিডি ফাইন্যান্সের ০.৪০ টাকা, বিআইএফসির ০.৫০ টাকা, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ১.৯০ টাকা, ফারইস্ট ফাইন্যান্সের ০.৬০ টাকা, ফাস ফাইন্যান্সের ০.৪০ টাকা, ফার্স্ট ফাইন্যান্সের ০.৬০ টাকা, জিএসপি ফাইন্যান্সের ১.২০ টাকা, আইসিবির ২ টাকা, আইডিএল ফাইন্যান্সের ২.৪০ টাকা, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সিস্টেমের ০.৪০ টাকা, আইপিডিসি ফাইন্যান্সের ১.২০ টাকা, ইসলামী ফাইন্যান্সের ০.৯০ টাকা, মাইডাস ফাইন্যান্সের ০.৪০ টাকা, ন্যাশনাল হাউজিং এ্যান্ড ফাইন্যান্সের ০.৯০ টাকা, ফিনিক্স ফাইন্যান্সের ১.৫০ টাকা, পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্সের ০.২০ টাকা, প্রিমিয়াম লিজিংয়ের ০.৫০ টাকা, প্রাইম ফাইন্যান্সের ০.৪০ টাকা।
×