ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে শেষ হলো জাতীয় রোভার মুট

প্রকাশিত: ০৫:১৭, ১ ফেব্রুয়ারি ২০১৭

গোপালগঞ্জে শেষ হলো জাতীয় রোভার মুট

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৩১ জানুয়ারি ॥ গোপালগঞ্জে শেষ হলো ৭ দিনব্যাপী একাদশ জাতীয় রোভার মুট। মঙ্গলবার দুপুর আড়াইটায় গোপালগঞ্জ শহর-সংলগ্ন মানিকদহ হাউজিং প্রকল্প এলাকায় আয়োজিত রোভার মুট ময়দানের বঙ্গবন্ধু এরিনায় এক সংবাদ-সম্মেলনের মাধ্যমে এ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও রোভার মুট সভাপতি শাহ্ কামাল। সম্মেলনে আরও বক্তব্য রাখেন, স্কাউটের জাতীয় কমিশনার (জন-সংযোগ ও মার্কেটিং) এম এম শাহ্্রিয়ার ও জাতীয় কশিমনার (প্রোগ্রাম) মোঃ রফিকুল ইসলাম খান। মঙ্গলবার বিকেল ৪টায় ওহাব স্কুল মাঠে স্থাপিত রোভার মুটের গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজ (জিডিভি)-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহজাহান খান। রোভার স্কাউটের জাতীয় কমিশনার (গণ-সংযোগ ও মূল্যায়ন) আবদুল হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কাউটের সমাজ উন্নয়ন বিষয়ক জাতীয় কমিটির সভাপতি আবু আলম শহীদ খান, জেলা পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু ও পৌর-মেয়র কাজী লিয়াকত আলী লেকু। সন্ধ্যায় সমাপনীতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
×