ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্থায়ী এ্যাটর্নি জেনারেল বরখাস্ত

প্রকাশিত: ০৩:৫৬, ১ ফেব্রুয়ারি ২০১৭

অস্থায়ী এ্যাটর্নি জেনারেল বরখাস্ত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সন্ত্রাসবিরোধী ভ্রমণ নিষেধাজ্ঞার সমালোচকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। দেশের অস্থায়ী এ্যাটর্নি জেনারেল তার বসের (প্রেসিডেন্ট) নির্দেশ প্রকাশ্যে অমান্য করে বিচার দফতরের আইনজীবীদের প্রেসিডেন্টের নির্বাহী আদেশ কার্যকর না করা তথা আদালতে সমর্থন না করার নির্দেশ দেয়ায় প্রেসিডেন্ট এরূপ মনোভাব গ্রহণ করেছেন। অস্থায়ী এ্যাটর্নি জেনারেল স্যালি ইয়েটস ট্রাম্পের অভিবাসন নিষেধাজ্ঞার বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পর ইয়েটসকে বরখাস্ত করেছেন ট্রাম্প। ইয়েটস সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে নিয়োগ পেয়েছিলেন। এদিকে পররাষ্ট্র দফতরের ১০০’রও বেশি কূটনীতিক ও কর্মকর্তা ট্রাম্পের অভিবাসন ও শরণার্থীবিষয়ক নির্দেশের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে এক খসড়া দলিলে সই করেছেন। হোয়াইট হাউসও সোমবার এর কড়া জবাব দিয়েছে। এতে নয়া মার্কিন প্রশাসনের ভেতর গভীর মতপার্থক্যই প্রকাশ পেল। খবর বিবিসি, ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউইর্য়ক পোস্টের। ট্রাম্প সোমবার টুইটে বলেন, সন্ত্রাসীরা আমাদের দেশে প্রবেশের আগে তাদের জন্য তল্লাশি চালানো বৈষম্যমূলক কিছু নয়। এটি আমাদের অভিযানের এক বড় অংশ। বিশ্বের দিকে তাকান! হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সিন স্পাইসারও ট্রাম্পের উদ্যোগকে যুক্তিসঙ্গত পদক্ষেপ বলে অভিহিত করেন। তিনি বলেন, আমরা আমেরিকানদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে যাচ্ছি। আমরা আক্রান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে যাচ্ছি না। ট্রাম্পের নির্দেশে সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে আগমন সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। এতে যুক্তরাষ্ট্র ও বিদেশে রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখানো হয়। এক চিঠিতে ইয়েটস বিচার দফতরকে বলেন, তিনি প্রেসিডেন্টের আদেশের বৈধতা নিয়ে নিশ্চিত নন। তিনি নিষ্পন্ন হওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি মামলায় আদেশটি সমর্থন না করতে দফতরের আইনজীবীদের প্রতি নির্দেশ দেন। এদের মধ্যে একটি মামলায় বুকলিবের এক ফেডারেল জজ ওই আদেশবলে প্রভাবিত কাউকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা স্থগিত রাখেন। কিন্তু ইয়েটস তার অবস্থান ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই হোয়াইট হাউস তাকে অপসারণ করে তার স্থলে ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্টিক্ট্রের ইউএস এ্যাটর্নি ডানা বোয়েন্টকে নিয়োগ করেন। হোয়াইট হাউসের এক প্রেস রিলিজে বলা হয়, স্যালি ইয়েটস মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের রক্ষার লক্ষ্যে জারি করা এক আইনসঙ্গত আদেশ কার্যকর করতে অস্বীকৃতি জানিয়ে বিচার দফতরের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। মিসেস ইয়েটস ওবামা প্রশাসনের নিযুক্ত, যিনি সীমান্ত প্রশ্নে দুর্বল ও অবৈর অভিবাসন প্রশ্নে খুবই দুর্বল। আদেশটি শীঘ্রই পূর্ণ আইনগত সমর্থন পাবে বলে সম্ভাবনা রয়েছে। কারণ এ্যাটর্নি জেনারেল পদে ট্রাম্পের মনোনীত প্রার্থী সিনেটর জেফ সেশনসের মঙ্গলবার সিনেট জুডিসিয়ারি কমিটিতে তার অনুমোদন প্রশ্নে ভোটাভুটির সম্মুখীন হওয়ার কথা এবং এরপর পূর্ণাঙ্গ সিনেটে ভোট নেয়া হবে। স্পাইসার ট্রাম্পের আদেশের বিরোধিতা করে এক কূটনৈতিক ‘ভিন্নমত চ্যানেল’ মেমো সই কারা করেছেন এমন পররাষ্ট্র দফতর কর্মকর্তাদের প্রতি কড়া জবাব দেন। তিনি তাদের ট্রাম্পের এজেন্ডাকে অকার্যকর করে দেয়ার বিরুদ্ধে সতর্ক করে দেন। তিনি বলেন, ট্রাম্পের নীতি সমর্থন করছেন না এমন ‘ক্যারিয়ার ব্যুরোক্র্যাট’-দের সরকারী পদ থেকে সরে যাওয়ার কথা ভেবে দেখা উচিত। তিনি বলেন, তাদের উচিত এ নতুন ধারণা গ্রহণ করা, নয় তো তারাও চলে যেতে পারে। পররাষ্ট্র দফতরের ধর্মীয় সম্প্রতি খসড়া করা এক ‘ভিন্নমত’ চিঠিতে হোয়াইট হাউসকে সতর্ক করে দেয় যে, সাতটি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় অভিবাসনের জন্য আসা সাময়িকভাবে নিষিদ্ধ করতে এর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানকে দুর্বল এবং জাতীয় নিরাপত্তার প্রতি হুমকির সৃষ্টি করবে। ট্রাম্পের দায়িত্ব গ্রহণের দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রকাশ্য কলহ নয়া প্রশাসনকে সম্ভবত এর বিতর্কিত নীতি বাস্তবায়নের পথে যেসব বাধার সম্মুখীন হতে হবে, তা স্পষ্ট করে তুলেছে। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা এ কথা জানান। পররাষ্ট্র দফতরের কোন কোন বর্তমান ও সাবেক কর্মকর্তা হোয়াইট হাউসের জবাবের সমালোচনা করেছেন। তারা উল্লেখ করেন যে, প্রশাসনের প্রতিশোধমূলক পদক্ষেপের বিরুদ্ধে কর্মীদের নিরাপত্তা রয়েছে। জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের আমলে পররাষ্ট্র দফতর ও জাতীয় নিরাপত্তা পরিষদের আইন উপদেষ্টা জন রেলিঞ্জার স্পাইসাইরের মন্তব্যকে ‘আসলেই উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, কর্মকর্তাদের অপসারণ করা হবে এমনটি হোয়াইট হাউস বুঝতে পারছে না বলে আমি আশা করছি। তিনি বলেন, ভিন্নমত চ্যানেল কূটনীতিক ও পররাষ্ট্র দফতরের অন্যান্য কর্মকর্তার মতপার্থক্য প্রকাশের এক দীর্ঘ সম্মানজনক পদ্ধতি।
×