ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রেলের দক্ষিণাঞ্চল সদর দফতর খুলনায় স্থাপনের দাবি

প্রকাশিত: ০৪:৫২, ৩১ জানুয়ারি ২০১৭

রেলের দক্ষিণাঞ্চল সদর দফতর খুলনায় স্থাপনের দাবি

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ প্রস্তাবিত রেলওয়ের দক্ষিণাঞ্চল সদর দফতর খুলনায় স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই দাবিতে আজ মঙ্গলবার নগরীর পিকচার প্যালেস মোড়ে আবস্থান ধর্মঘট ও বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা- ২ আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক সংসদ সদস্য মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কেসিসি মেয়র ও নগর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, অধ্যাপক জাফর ইমাম, প্রকৌশলী আজাদুল হক, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, উন্নয়ন কমিটির সহ-সভাপতি নিজামুর রহমান লালুসহ অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার এক হাজার ৮শ’ কোটি টাকা ব্যয়ে খুলনা-মংলা রেল লাইন নির্মাণের কাজ শুরু করেছে। প্রায় নব্বই কোটি টাকা ব্যয়ে খুলনা রেল স্টেশনের আধুনিকায়ন ও বেনাপোল রেল স্টেশনের উন্নয়ন কাজ চলছে। খুলনা থেকে কলকাতা, খুলনা-মোংলা, খুলনা-ঢাকা এবং বাংলাদেশের দীর্ঘতম রেলপথ খুলনা-চিলাহাটি ছাড়াও খুলনা রেল স্টেশনের পাশে সড়ক ও নদী পথ থাকায় বিভাগীয় সদর খুলনার গুরুত্ব অনেক বেশি। এ ছাড়া এশিয়ান হাইওয়ের প্রবেশপথসহ খুলনাকে কেন্দ্র করেই আবর্তিত হবে দক্ষিণাঞ্চলের রেলওয়ের অবকাঠামো। এত গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা সত্ত্বেও রেলওয়ের প্রস্তাবিত খুলনা ও বরিশাল বিভাগ এবং ফরিদপুর জেলা নিয়ে গঠিত দক্ষিণাঞ্চল সদর দফতর খুলনায় রাখা হয়নি। এমনকি বিভাগীয় অফিসও থাকছে না খুলনায়। সংবাদ সম্মেলনে গুরুত্বের বিবেচনায় বিভাগীয় সদর খুলনাতেই রেলওয়ের দক্ষিণাঞ্চলের সদর দফতর স্থাপনের জোর দাবি জানানো হয়। পারিবারিক কলহ ॥ স্ত্রীর বঁটিতে স্বামীর লিঙ্গ কর্তন নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৩০ জানুয়ারি ॥ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নির্যাতনের অভিযোগে স্বামী রাসেদুল ইসলামের (৫০) লিঙ্গ কর্তন করেছেন স্ত্রী। পুলিশ স্ত্রী ফেরদৌসী বেগমকে (৪০) গ্রেফতার করেছে। রবিবার রাত সাড়ে ১১টার দিকে ওই উপজেলার পৌর শহরের বালিজুড়ি এলাকার পণ্ডিতপাড়ায় এ ঘটনা ঘটে। রাসেদুল ইসলামের বাড়ি বালিজুড়ি এলাকার পণ্ডিতপাড়ায়। তিনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন। তিনি তিন মাস ধরে গ্রামের বাড়িতে এসেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাসেদুল ইসলাম দশ বছর ধরে মালোশিয়ায় ছিলেন। নবেম্বরে গ্রামের বাড়িতে আসেন। বিদেশে থাকাবস্থায় তিনি তার স্ত্রী ফেরদৌসী বেগমের কাছে টাকা পাঠাতেন। বাড়িতে এসে তিনি ওই টাকার হিসাব চান। টাকার কোন হদিস না থাকায় দুজনের মধ্যে কলহ লেগেই থাকত। রবিবার রাত সাড়ে ১১টার দিকে আবারও দুজনের মধ্যে ঝগড়া বাধে। এ সময় স্ত্রী ফেরদৌসী বেগম বঁটিদা দিয়ে তার স্বামীর লিঙ্গ কেটে নেন। স্বামীর চিৎকার শুনে আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ রাতেই স্ত্রী ফেরদৌসী বেগমকে গ্রেফতার করে।
×