ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সার্চ কমিটিতে নাম

বিএনপি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আজ

প্রকাশিত: ০৮:২৬, ৩০ জানুয়ারি ২০১৭

বিএনপি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আজ

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে নাম পাঠানো বিষয়ে আজ সোমবার আবারও বৈঠকে বসবে বিএনপি। রবিবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এ সংক্রান্ত বৈঠকটি সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বৈঠক মুলতবির বিষয়টি জানান। সার্চ কমিটিতে নাম পাঠানোর বিষয়ে আলোচনা করতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে রবিবার রাতে দলটির স্থায়ী কমিটির জরুরী বৈঠক ডেকেছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান প্রমুখ। বৈঠক সূত্রে জানা গেছে, নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিতে যে নাম চাওয়া হয়েছে, সে নাম পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে এ ব্যাপারে আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
×