ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাণিজ্যমেলার সময় বাড়ছে ৪ দিন

প্রকাশিত: ০৩:৫৯, ৩০ জানুয়ারি ২০১৭

বাণিজ্যমেলার সময় বাড়ছে ৪ দিন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার সময় চার দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন মেলার আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যুগ্ম-সচিব রেজাউল করিম। তিনি জানান, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতেই মেলার সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে ২০১৫ সালে দেশে টানা হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ক্রেতা-দর্শনার্থীরা বাণিজ্যমেলায় আসতে পারেননি। এ কারণে গত বছর স্টল-প্যাভিলিয়ন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে মেলার মেয়াদ ১০ দিন বাড়ানো হয়েছিল। তবে এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন মেলার সময় বাড়ছে না। আগামী ৩১ জানুয়ারি শেষ হচ্ছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। তবে মেলার সময় বাড়লেও মেলার সমাপনী অনুষ্ঠান কবে হবে জানা যায়নি। আগের সময়সূচী অনুযায়ী আগামী ৩১ জানুয়ারিমেলার সমাপনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। মেলায় রবিবার সরেজমিনে দেখা গেছে, ক্রেতারা শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত। পণ্যের দামে ছাড় দেয়া দোকানগুলোতে তারা ভিড় করছেন। বিক্রিও হচ্ছে প্রচুর। ক্রেতা-বিক্রেতা দু’পক্ষই খুশি। যমুনা ইলেকট্রনিক্সের আবু বক্কর সিদ্দিক বলেছেন, ‘মেলায় ব্যাপক বিক্রি হয়েছে। আমরা খুশি। বিভিন্ন পণ্যে ছাড় থাকায় ক্রেতাদের ভিড় বাড়ছে। আমরা সন্তুষ্ট।’ বেঙ্গল প্লাস্টিকের আলমগীর বলেছেন, ‘আমাদের সব পণ্যে রয়েছে ৫০ শতাংশ ছাড়। যে প্রত্যাশা নিয়ে আমরা মেলায় অংশ নিয়েছি তা পূরণ হয়েছে। ওয়ালটনের মোহাম্মদ সালমান বলেছেন, ‘মেলায় সব পণ্যে ৫ শতাংশ ছাড় চলছে। ফলে ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। আমরা খুশি।’ মেলায় আসা বেসরকারি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘শেষ সময়ের কেনাকাটা করছি। খারাপ লাগছে যে সময় বাড়ছে না। যদি দুদিন বাড়তো তাহলে ভাল হতো।’ চট্টগ্রাম থেকে আসা রায়হানুল করিম বলেছেন, ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ঘুরতে খুবই ভাল লাগে। অনেক বড় জায়গা। অনেক জিনিস পাওয়া যাচ্ছে। আমি অফিসের কাজের ফাঁকে একটু কেনাকাটা করতে এসেছি। সব সময় ইচ্ছে থাকলেও তো আসা হয় না।’
×