ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাইসা আহমেদ

সবচেয়ে লম্বা কুকুর

প্রকাশিত: ০৬:০১, ২৮ জানুয়ারি ২০১৭

সবচেয়ে লম্বা কুকুর

বেলজিয়ামের কুকুর কেয়ন নিজের লেজের কারণেই পৌঁছে গেল গৌরবের অনন্য উচ্চতায়। আইরিশ উল্ফহাউন্ড জাতের এই কুকুরটি লেজের দৈর্ঘের দিক থেকে পেছনে ফেলে দিয়েছে পৃথিবীর সব কুকুরকে। অর্থাৎ কেয়নই এখন পৃথিবীর সবচেয়ে দীর্ঘ লেজের অধিকারী কুকুর। কেয়নের লেজের দৈর্ঘ্য ২.৬ ফুট। এই দীর্ঘ লেজের কারণে অতীতের সব রেকর্ড ভেঙ্গে গিনেস বুক অব রেকর্ডসের পাতায় নিজের নাম তুলে নিয়েছে কেয়ন। রেকর্ডবুকে নতুন নাম উঠা এই কুকুর ও তার মালিক জেফ থিসের সঙ্গে দেখা করতে বেলজিয়ামের বাসায় চলে যান গিনেস বুক অব রেকর্ডসের কর্মকর্তারা। তারা কুকুরটিকে গিনেসের পক্ষ থেকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ লেজের সনদপত্র উপহার দেন, তোলেন কেয়নের কিছু ছবিও। রেকর্ডবুকে নতুন নাম ওঠায় কেয়নকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। এমন গৌরব অর্জন করায় কুকুরটির মালিক তার কুকুরের প্রতি বেশ খুশি। ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ ১০ম শ্রেণি
×