ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

উল-কাঁটায় বাড়তি আয়

প্রকাশিত: ০৫:৫৩, ২৮ জানুয়ারি ২০১৭

উল-কাঁটায় বাড়তি আয়

শীত মৌসুমে উল আর কাঁটায় শীতের পোশাক তৈরি করে বাড়তি আয় করছে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের আদর্শ গ্রামের জেলেপাড়ার নারীরা। জেলেপল্লীর প্রতিটি ঘরের গৃহবধূ, তরুণী, কিশোরী তৈরি করছে হরেক নকশার বাহারি রঙের উলের তৈরি সোয়েটার-টুপি। স্থানীয়ভাবে এসব সোয়েটার ও টুপি বিক্রির মাধ্যমে জেলেপাড়ার নারীরা পুরুষের পাশাপাশি সংসারকে এগিয়ে নিচ্ছে। আদর্শ গ্রামসহ অন্যান্য জেলে পল্লীর নারীরা শীত মৌসুমের পর কাপড়ের পুতুল, নকশা পাটি বোনাসহ অন্যান্য হস্তশিল্পের কাজ করে। পরিবারের পুরুষ যখন নদীতে মাছ ধরতে যায় কিংবা বছরের নির্ধারিত যে সময়ে মাছ ধরা বন্ধ থাকে, সে সময়ে পরিবারে নারী বড় ভূমিকা রাখছে। জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার পথকে তারা করছে সুগম। জেলেপাড়া ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি বাড়িতেই নারীরা কেউ উল-কাঁটার মাধ্যমে সোয়েটার বা টুপি বুনছে, কেউবা পুতুল, কেউ সেলাই, পাটি বুনছে অথবা নকশার কাজ করছে। গৃহবধূরা জানান, শীত মৌসুমে তাদের গ্রামের অধিকাংশ নারী উল-কাঁটা দিয়ে রং বেরঙের সোয়েটার টুপি বোনে। শীত মৌসুম শেষে তারা সুতা দিয়ে পুতুল তৈরি করে। -খোকন আহম্মেদ হীরা, বরিশাল থেকে -সমুদ্র হক, বগুড়া থেকে
×