ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রঙের সঙ্গেই মিশে আছে ওদের আনন্দ, বেদনা

প্রকাশিত: ০৫:১৫, ২৮ জানুয়ারি ২০১৭

রঙের সঙ্গেই মিশে আছে ওদের আনন্দ, বেদনা

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৭ জানুয়ারি ॥ শুক্রবার দুপুরে টঙ্গীর এজতেমা ময়দানে অস্থায়ী মসজিদের টিনশেডের চাল ভেঙ্গে ৬৭ জন মুসল্লি আহত হয়েছেন। জুমার নামাজের পরপরই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আশপাশের লোকজন ছুটে এসে আহত মুসল্লিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। টঙ্গী সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে ২২ জনকে। ৩৭ জনকে দেয়া হয়েছে প্রাথমিক চিকিৎসা। গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে ইউসুফ আলী (৭০), চান মিয়া (৭০), রমিজ উদ্দিন (৬০) ও বাদল মিয়াকে (৬০)। আহত মুসল্লিদের কাছ থেকে জানা গেছে, বাটা সু কারখানার দক্ষিণ-পশ্চিম কর্নারে অবস্থিত ভা-ার মসজিদ নামে পরিচিত টিনশেডের বিশাল মসজিদ কাম মুসল্লিদের থাকার স্থানে জুমার নামাজ শেষে যখন মুসল্লিরা দুপুরের খাওয়ার আয়োজনে ব্যস্ত তখনই টিনশেডের চালাটি কাত হয়ে মুসল্লিদের গায়ের ওপর পড়ে। ওই সময় তিন শতাধিক মুসল্লি টিনশেডের নিচে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। টিনশেড সরিয়ে আহত মুসল্লিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে, কারও মাথা, কারও হাত, কারও পা, কারও বুক, কারও চোখ, কারও পিঠ থেঁতলে যায় টিনশেডের চাপায়। এ সময় মুসল্লিদের আর্তচিৎকারে বাতাস ভারি হয়ে ওঠে। শত শত মানুষ ছুটে আসে মুসল্লিদের উদ্ধারে। বিশ্ব এজতেমা শেষে এসব মুসল্লি এজতেমা ময়দানের প্যান্ডেল গোছানোর কাজে অবস্থান করছিলেন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল টঙ্গী হাসপাতালে এসে আহত মুসল্লিদের খোঁজখবর নেন ও উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করেন। টঙ্গী হাসপাতালে ভর্তি আহত মুসল্লিরা হলেনÑ মতিউর রহমান (৭০), ইদ্রিস মিয়া (৬৫), হামদু মিয়া (৫৫), নবী হোসেন (৮০), মাসুদ রানা (৭০), আবুল কালাম (৭৫), ইসমাইল হোসেন (৭২) তাহসিন কবির (৫৫), আশরাফুল (৬০), নূরুল আফসার (৬৫), রহিম উদ্দিন (৫৮), কবির আহম্মেদ (৭০), গিয়াস উদ্দিন (৭৫), আলী হোসেন (৫৮), মোহাম্মদ হোসেন (৪৫), হামিদ সর্দার (৫২), শহীদ উদ্দিন (৬০), হারুন-অর-রশিদ (৬২), আবু তাহের (৫২), সফিকুল ইসলাম (৮২), জসিম উদ্দিন (৫৮), উজ্জ্বল মিয়া (৪০), আবু হানিফ (৪৫), আব্দুল খালেক (৪৫) সেলিম হোসেন (৫০)। গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
×