ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তি আইনে মামলা

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ॥ মংলায় ২ আনসার আটক

প্রকাশিত: ০৯:০২, ২৭ জানুয়ারি ২০১৭

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি ॥ মংলায় ২ আনসার আটক

নিজস্ব সংবাদদাতা, মংলা, ২৬ জানুয়ারি ॥ ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় দুই আনসার সদস্যকে আটক করেছে মংলা থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় মংলা বন্দর জেটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলো লক্ষণ ম-ল (২৬) ও রমেশ রায় (২৫)। এ ঘটনায় মংলা থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, আটক দুই যুবক মংলা বন্দরের নিরাপত্তা বিভাগে প্রায় দেড় বছর ধরে চাকরি করছে। তাদের ফেসবুক আইডিতে ইসলাম ধর্ম, পবিত্র কোরান ও কাবাঘর নিয়ে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। বিষয়টি সহকর্মী আনসার সদস্যদের নজরে আসে। বেশ কয়েকদিন আগে তাদের (দুজনের) ফেসবুক পেজের মন্তব্যটি চাউর হলে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একপর্যায়ে বৃহস্পতিবার দুপুরে সহকর্মী আনসার ও বন্দরের কর্মচারীদের সঙ্গে ওই দুই যুবক বাগ্বিত-ায় জড়িয়ে পড়ে। পরে জনরোষের মুখে মংলা বন্দরের নিরাপত্তাকর্মীরা অভিযুক্ত দুই আনসারকে আটক করে মংলা থানা পুলিশে সোপর্দ করা হয়।
×