ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় ব্রিটিশ কাউন্সিলে দুদিনব্যাপী শিক্ষামেলা চলছে

প্রকাশিত: ০৭:২৩, ২৭ জানুয়ারি ২০১৭

ঢাকায় ব্রিটিশ কাউন্সিলে দুদিনব্যাপী  শিক্ষামেলা চলছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় ব্রিটিশ কাউন্সিলে বৃহস্পতিবার শুরু হয়েছে দুদিনব্যাপী বার্ষিক এডুকেশন ইউকে এক্সিবিশন। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে বাংলাদেশে যুক্তরাজ্যের শিক্ষাবিষয়ক সর্ববৃহৎ এ শিক্ষামেলা চলছে। বৃহস্পতিবার বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান মেলা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর বারবারা উইকহ্যাম। এ শিক্ষামেলায় বিশ্বখ্যাত ২১টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় শিক্ষার্থীদের নিজেদের শিক্ষাবিষয়ক তথ্যাদির কাগজপত্র সঙ্গে নিয়ে আসার পরামর্শ দেয়া হয়েছে। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করে বিশ^ বাজারে বিশ^খ্যাত প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাওয়ার ক্ষেত্রে নিজেদের গড়ে তুলতে আগ্রহী শিক্ষার্থীরা এ মেলায় প্রয়োজনীয় তথ্য পাবেন। বৃহস্পতিবার যেসব শিক্ষার্থী মেলায় আসতে পারননি তারা আজ শেষ দিনে সার্টিফিকেট ও সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সঙ্গে নিয়ে আসতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের মেলায় আসার আগে এই নরঃ.ষু/ভধরৎউঐশ১৭ লিঙ্কে গিয়ে নিবন্ধন করার জন্য অনুরোধ করেছে ব্রিটিশ কাউন্সিল। মেলায় যুক্তরাজ্যের ভিসা আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেয়ার পাশাপাশি বিট্রিশ কাউন্সিলের ইংরেজী ভাষা শিক্ষা সম্পর্কিত কোর্সের সকল তথ্য জানা যাবে। উল্লেখ্য, আজ সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ মেলা। আগামী ২৯ জানুয়ারি চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে এবং ১ ফেব্রুয়ারি সিলেটের রোজ ভিউ হোটেলে অনুষ্ঠিত হবে এডুকেশন ইউকে ফেয়ার। নরঃ.ষু/ঋধরৎপঞম১৭-এ গিয়ে চট্টগ্রামের এবং নরঃ.ষু/ঋধরৎংণষ১৭-এ গিয়ে সিলেটের মেলায় অংশ নিতে নিবন্ধন করতে পারবে আগ্রহী শিক্ষার্থীরা।
×