ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে তিন জেএমবি সদস্যের বিস্ফোরক মামলা পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত: ০৫:৫১, ২৫ জানুয়ারি ২০১৭

চট্টগ্রামে তিন জেএমবি সদস্যের বিস্ফোরক মামলা পুনঃতদন্তের নির্দেশ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যের বিরুদ্ধে দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) এ নির্দেশ দেয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ শাহে নুরের আদালতে পুনঃতদন্তের এ আবেদনটির শুনানি হয়। এর আগে গত বছরের ৩১ মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফিরোজ আলম সিএমপির বায়েজিদ থানায় দায়ের হওয়া এ বিস্ফোরক মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছিলেন, যাতে তিন জেএমবি সদস্যের সম্পৃক্ততা এবং নাম-ঠিকানা মেলেনি বলে উল্লেখ করা হয়। আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৬ ডিসেম্বর নগরীর নালাপাড়া, কাজির দেউড়ি এবং কসমোপলিটন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সল মাহমুদ (২৬), শওকত রাসেল (২৬) এবং নাঈমুর রহমান নয়নকে (২৫)। এরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকায় সংগঠনটির আঞ্চলিক কমান্ডার ফারদিনের বাসার সন্ধান পান নগর গোয়েন্দা পুলিশের তৎকালীন অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার। ওই বাসা থেকে উদ্ধার হয় রাইফেল, বিস্ফোরক ও সামরিক পোশাক। এ ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলাটির যে চার্জশীট আদালতে দাখিল করা হয়েছে তা সন্তোষজনক নয় বলে মনে করে রাষ্ট্রপক্ষ। ফলে পুনঃতদন্তের আবেদন জানানো হয়।
×