ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম

প্রকাশিত: ০৪:৫৯, ২৫ জানুয়ারি ২০১৭

ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম

বাংলাদেশ শাখার সভাপতি পুনঃনির্বাচিত এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। সম্প্রতি ঢাকায় ফোরামের ২০১৫-২০১৬ মেয়াদের দ্বি-বার্ষিক সাধারণ সভায় তাকে ২০১৭-২০১৮ মেয়াদের জন্য পুনঃনির্বাচিত করা হয়। উল্লেখ্য গ্লোবাল ইকোনমিস্ট ফোরাম জাতিসংঘের পরামর্শক সংস্থা হিসেবে বিশ্বের ১৫৮টি দেশে অর্থনৈতিক উন্নয়ন কৌশলপত্র প্রণয়ন, ব্যবসা-বাণিজ্য উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করে থাকে। -বিজ্ঞপ্তি বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দর অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতি নিয়ে অনিশ্চয়তায় বিনিয়োগকারীদের কেউ কেউ ট্রাম্পের স্কাই টাওয়ারের নিচে খুঁজছে স্বর্ণের সম্ভাবনা। আর সেকারণে অন্যান্য খাতে বিনিয়োগ থেকে সরে আসছে তারা; বিপরীতে নিরাপদ জোন বলে খ্যাত স্বর্ণে বিনিয়োগে মেতে উঠছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, বিশ্ব বাণিজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কঠোর নীতি বাস্তবায়ন করছেন, এতে বিশ্ব পুঁজিবাজারে অনিশ্চয়তা ও অস্থিরতা বাড়ছে। এ অস্থিরতায় ফুলে উঠছে স্বর্ণবাজার।
×