ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২০:৫৯, ২২ জানুয়ারি ২০১৭

দুর্গাপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর (নেত্রকোনা) ॥ জেলার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের শশারপাড় গ্রামে মোঃ শাহাবুদ্দিন দুর্গাপুর প্রেসক্লাবে এসে আজ রবিবার এক লিখিত সংবাদ সম্মেলন করেছেন। তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন প্রতিবেশী আব্দুর রাজ্জাকের কন্যা মোছাঃ নাজমা খাতুন বাদী হয়ে আমার ছেলে ফারুক মিয়ার বিরুদ্ধে নেত্রকোনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইবুন্যালে এক মামলা রজু করেছেন, যা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। এই নাজমা খাতুন ও তার পরিবাবর একটি বিতর্কিত পরিবার । তাদের অপকর্মের বহু ঘটনা রয়েছে। এই পরিবার নিয়ে আমরা ও এলাকাবাসী তাদের সাথে কোন ধরনের সম্পর্ক নেই। তাদের বিভিন্ন অপকর্মের কথা জানি বলেই আমরা তাদের শত্রু। আমাদেরকে ঘায়েল করার জন্যই এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ইতিপূর্বেও অন্য এলাকার ছেলেকে নিয়ে ৬(ছয়) মাস মেয়েটি নিঁখোজ ছিল। মেয়ের পিতা তার মেয়েকে খোঁজার জন্য এলাকাবাসীর কাছে নালিশও করেছে। যা এলাকাবাসী সকলেই জানেন। তার পরিবারের সকল সদস্যের নামে অপকর্মের অনেক কাহিনী রয়েছে। যা তদন্ত করলে এলাকাবাসী অকপটে স্বীকার করবে। আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি এই মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক নিরাপদে আমার পরিবার নিয়ে বসবাস করতে চাই। সংবাদ সম্মেলনে স্থানীয় ওয়ার্ড মেম্বার সবুজ মিয়া , কৃষকলীগ নেতা শমছের আলী, যুবলীগ সভাপতি মোঃ আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা মোঃ ওয়াজেদ আলী,আলী আহাম্মদ, মোঃ ইকবাল হোসেন, পল্লী চিকিৎসক নাজমুল হাসান বাপ্পী সহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।
×