ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভুয়া মুক্তিযোদ্ধার সম্পদ বাজেয়াফত করা হবে ॥ মোজাম্মেল হক

প্রকাশিত: ০৭:৫৪, ২২ জানুয়ারি ২০১৭

ভুয়া মুক্তিযোদ্ধার  সম্পদ বাজেয়াফত করা হবে ॥ মোজাম্মেল হক

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২১ জানুয়ারি ॥ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। প্রত্যেক শনিবার এ কার্যক্রম চলবে। আগামী ৫ সপ্তাহ এই কার্যক্রম চলবে। যাতে কোন অসত্য তথ্য দেয়া না হয় এ জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর জন্য যারা মিথ্যা সাক্ষী দেবেন ওই সমস্ত মুক্তিযোদ্ধার ভাতা এক থেকে ৩ বছর বন্ধ থাকবে। আইন মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পদ বাজেয়াফত করা হবে। জেলা প্রশাসনের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা পাওয়ার পর আইনানুগভাবে তাদের সম্পদ সরকারের নিয়ন্ত্রণে নেয়া হবে। শনিবার সকালে বন্দর উপজেলার গোকুলদাসের বাগ এলাকায় আমিজউদ্দিন এতিমখানার ছাত্রদের জন্য নির্মিতব্য তিন তলাবিশিষ্ট সানড্রা ম্যাককারসি হলের উদ্বোধন উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রোটারিয়ান এম জামালউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা গবর্নর রোটারিয়ান মুহাম্মদ আইয়ুব ও বন্দর ইউএনও মৌসুমী হাবিব।
×