ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইসলামী সন্ত্রাসবাদ নির্মূল করব ॥ ট্রাম্পের সঙ্কল্প

প্রকাশিত: ০৩:৩৭, ২২ জানুয়ারি ২০১৭

ইসলামী সন্ত্রাসবাদ  নির্মূল করব ॥  ট্রাম্পের সঙ্কল্প

যুক্তরাষ্ট্রের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরমপন্থী ইসলামী সন্ত্রাসবাদ চিরদিনের মতো নির্মূল করার সঙ্কল্প ব্যক্ত করেছেন। তিনি ‘আমেরিকা প্রথম’ নীতিকে অগ্রাধিকার দেয়া ও প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। শুক্রবার ওয়াশিংটনে তিনি লাখ লাখ সমর্থকের সামনে তার দেশের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করছিলেন। খবর এএফপি, টেলিগ্রাম ও ইয়াহু নিউজের। ট্রাম্প তার উদ্বোধনী ভাষণে ইসলামী চরমপন্থীদের বিরুদ্ধে লড়াই চালানোকে তার পররাষ্ট্রনীতির কেন্দ্রকিন্দুতে স্থান দেয়া এবং জিহাদীদের হুমকিকে ধ্বংস করতে মিত্রদের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, আমরা চরমপন্থী ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে পুরনো মিত্রতাকে জোরদার করব, নতুন মৈত্রী গড়ব এবং সভ্য জগৎকে ঐক্যবদ্ধ করব। আমরা এ সন্ত্রাসবাদকে ভৃপৃষ্ঠ থেকেই সম্পূর্ণভাবে নির্মূল করব। তিনি নির্বাচনী প্রচারকালে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে বার বার বিতর্কিত মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার প্রস্তাব পর্যন্ত করেছিলেন। তিনি উদ্বোধনী ভাষণে বলেন, যখন আপনারা দেশপ্রেমের প্রতি আপনাদের হৃদয় খুলে দেন, তখন কুসংস্কারের কোন সুযোগ নেই। তিনি বলেন, আমাদের সৈনিকরা কখনও ভুলে যাবেন না এমন শিক্ষা স্মরণ করার এখনই সময় : আমরা কৃষ্ণাঙ্গ বা শ্বেতাঙ্গ যাই হই না কেন, আমরা সবাই দেশপ্রেমিকদের একই লাল রক্ত ঝরিয়ে থাকি, আমরা সবাই একই গৌরবময় স্বাধীনতা ভোগ করে থাকি এবং একই মহান আমেরিকান পতাকার প্রতি সম্মান দেখিয়ে থাকি। তার নতুন মৈত্রী গড়ার সঙ্কল্প থেকে বুঝা যায় যে, তিনি ভøাদিমির পুতিনের রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছেন।
×