ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুনাফা বেড়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের

প্রকাশিত: ০৩:৩৬, ২২ জানুয়ারি ২০১৭

মুনাফা বেড়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টসের

দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন ১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুত ও জ্বালানি খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস বেডার্স লিমিটেড। প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইপিএস বা মুনাফা বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, দ্বিতীয় প্রান্তিকে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩.২২ টাকা। যা আগের বছরে একই সময়ে ইপিএস ছিল ১০.৬৫ টাকা। এছাড়া আলোচিত সমেয় কোম্পানির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে (এনওসিএফপিএস) ৫.৬৪ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১২৫.৬৬ টাকা, যা আগের বছর একই সময় এনওসিএফপিএস ছিল ০.৭১ টাকা (নেগেটিভ) এবং এনএভিপিএস ছিল ১১২.০৮ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার
×