ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাজিতপুরে পাঁচ হাজার স্কুলশিক্ষার্থী মুক্তিযুদ্ধের প্রবন্ধ পড়লো

প্রকাশিত: ২৩:০১, ২১ জানুয়ারি ২০১৭

বাজিতপুরে পাঁচ হাজার স্কুলশিক্ষার্থী মুক্তিযুদ্ধের প্রবন্ধ পড়লো

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জেলার বাজিতপুর উপজেলায় নিজ নিজ পাঠ বই থেকে একসঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রবন্ধ পড়েছে নতুন প্রজন্মের পাঁচ হাজার শিক্ষার্থীরা। কিছুদিন পূর্বে কুলিয়ারচর উপজেলায় বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ক্লাসের আয়োজনের রেশ কাটতে না কাটতেই শিক্ষার্থীদের বইপড়া উৎসব যেন মিলনমেলায় পরিণত হয়। আজ শনিবার সকাল ১১টা ২০ মিনিট থেকে ঘণ্টাব্যাপী উপজেলার ভাগলপুর নাজিম ভূঁইয়া মাঠে স্থানীয় প্রশাসন বইপড়া এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইপড়ার উৎসবে মাঠে এক হাজার ৪শ’ বেঞ্চে উপজেলার ১৮টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেয়। বইপড়া শেষে জেলা প্রশাসক মোঃ আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। অনুষ্ঠানে উপজেলার ১৫টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়। প্রসঙ্গত: বাজিতপুরে বইপড়া এ আয়োজনের আগে জেলার কুরিয়ারচরে গত ১১ জানুয়ারি একসঙ্গে তিন হাজার দুইশত শিক্ষার্থীর বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞান ও আইসিটি ক্লাসে অংশগ্রহণ করে। স্থানীয় প্রশাসনের আয়োজনে এটি এখন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
×