ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকাকে ঘিরে থাকা ছয় নদীর দূষণ ভয়াবহ আকার ধারণ

প্রকাশিত: ০৬:১৬, ২১ জানুয়ারি ২০১৭

ঢাকাকে ঘিরে থাকা ছয় নদীর  দূষণ ভয়াবহ আকার ধারণ

স্টাফ রিপোর্টার ॥ শুষ্ক মৌসুমের শুরু থেকেই ঢাকা মহানগরীর চারদিক ঘিরে থাকা ছয়টি নদীর দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। নাব্য কমে যাওয়ায় বিষাক্ত তরল বর্জ্যরে আধারে পরিণত হয়েছে যেন নদীগুলো। যা বিষিয়ে তুলছে আশপাশের পরিবেশকে। নদী বাঁচাতে পরিবেশবাদী সংগঠনগুলো দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দিলেও সংশ্লিষ্ট টাস্কফোর্স এগুচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। নদী তো নয় যেন আলকাতরার স্রোতধারা। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, ধলেশ্বরী, বংশী ও বালু। নদীমাতৃক এই দেশের রাজধানী ঢাকাকে ঘিরে বহুকাল ধরে বয়ে চলা এই ছয়টি নদীই কালের বিবর্তনে অতিদূষণে আজ অস্তিত্ব সঙ্কটে। এর মধ্যে বুড়িগঙ্গার অবস্থা সবচেয়ে ভয়াবহ। আইডিইবির তথ্যানুসারে, ধলেশ্বরী ও বংশী বাদে অন্য চারটি নদীতে প্রতিদিন মিশে যাচ্ছে ১ হাজার ৯৩টি শিল্পকারখানার বর্জ্য। এর মধ্যে ট্যানারি শিল্প ৩শটি, পোশাকশিল্প ৫শটি, ওষুধ শিল্প ১২৫টি ও অন্যান্য শিল্প রয়েছে ১৬৮টি। নৌবাহিনীর এক প্রতিবেদন বলছে, ঢাকার চার পাশের নদীতে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৬৫ হাজার ঘনমিটার বর্জ্য ফেলা হয়। মোট বর্জ্যরে ৬০ শতাংশই ট্যানারিসহ অন্যান্য শিল্প খাতের। বাকি ৪০ শতাংশের মধ্যে ইট, কাঠ, প্লাস্টিক ও ধাতব পদার্থসহ বিভিন্ন কঠিন বর্জ্য ১৫ শতাংশ, ঘর-গৃহস্থালিসহ অন্যান্য বর্জ্য ১৫ শতাংশ এবং ১০ শতাংশ রয়েছে নৌযান বর্জ্য। বিপুল পরিমাণ বর্জ্য বদলে দিচ্ছে পানির রং, দূষিত করছে পরিবেশ। অক্সিজেন শূন্যতায় শুষ্ক মৌসুমে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা ও তুরাগের কিছু অংশ অনেকটাই মাছশূন্য হয়ে পড়ছে। একই কারণে অন্য নদীগুলোও এই ভয়াবহ পরিণতিকে আলিঙ্গন করছে ধীরে ধীরে। দূষণ ও দখল রোধে নৌমন্ত্রণালয়ের উদ্যোগে ২০০৯ সালে গঠিত টাস্কফোর্স কিছু অভিযান পরিচালনা ও কর্মকৌশল নির্ধারণ করলেও এখনও শুরু করতে পারেনি চূড়ান্ত কাজ। নদী রক্ষায় সরকারকে আরও বেশি তৎপর হওয়ার তাগিদ দিচ্ছে পরিবেশবাদী সংগঠনগুলো। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান একটি ইলেকট্রনিক মিডিয়াকে বলেন, ‘নদী দূষণ রোধ করার ক্ষেত্রে সরকারের রাজনৈতিক অঙ্গিকার কম। সরকার উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গিয়ে সব সময় শিল্প প্রতিষ্ঠানের পক্ষই নিয়ে নেয়।’ হাজারীবাগ থেকে ট্যানারি সরিয়ে নেয়ার উদ্যোগ বুড়িগঙ্গা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবেশবিদরা। তাদের মতে, নদীতে বর্জ্য ফেলা বন্ধ করা গেলে ফিরবে ঢাকার নদীগুলোর পুরনো রূপ।
×