ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অন্যরকম

প্রকাশিত: ০৬:২৩, ২০ জানুয়ারি ২০১৭

অন্যরকম

চীনের মালবাহী ট্রেন লন্ডনে চীনের প্রথম মালবাহী ট্রেন ব্রিটেনে পৌঁছেছে। সাত হাজার পাঁচ শ’ মাইল পাড়ি দিয়ে বুধবার ট্রেনটি লন্ডনে পৌঁছায়। ইউরোপ ও এশিয়াজুড়ে চীনের বাণিজ্যিক সংযোগ গড়ে তোলার চেষ্টার ক্ষেত্রে এটি একটি মাইলফলক। ট্রেনটি চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ইউয়ু শহর থেকে যাত্রা শুরু করে ১৮ দিন পর পূর্ব লন্ডনের বার্কিং পৌঁছায়। যাত্রাপথে ট্রেনটি কাজাখস্তান, রাশিয়া, বেলারুশ, পোল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স হয়ে শেষ পর্যন্ত ইংলিশ চ্যানেল দিয়ে ব্রিটেনে প্রবেশ করে। সমুদ্র পথে ব্রিটেন যেতে হলে পণ্যগুলোর প্রায় দ্বিগুণ সময় লাগত। ট্রেনটি গৃহস্থালী পণ্য, কাপড়, বস্ত্র, ব্যাগ ও সুটকেসসহ ছোট ছোট পণ্যের সম্ভার নিয়ে আসে। -ইয়াহু নিউজ গোধূলি জোনের প্রাণীরা ... সমুদ্রপৃষ্ঠের নিচে দু ’শ থেকে ১ হাজার মিটার গভীর এলাকাকে গোধূলি জোন বলা হয়। আলো-বাতাসহীন হলেও এ জোনে যেসব মাছ বাস করে, সেগুলোকে শিকার করা গেলে বিশ্বের মোট জনগোষ্ঠীকে অনেকবার খাওয়ানো যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ২০০৯ সালের এক গবেষণায় জানা গেছে, গোধূলি জোনে অন্তত দশলাখ প্রজাতির প্রাণী বসবাস করে। যা পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ এলাকার একটি। সূর্যের আলো গোধূলি জোনের সামান্য অংশে পৌঁছাতে পারে। বাকি অংশ শোষিত হয়ে ওপরের জলের মধ্যে হারিয়ে যায়। এখানকার তাপমাত্রা ৪ ডিগ্রীরও কম থাকে। প্রতি বর্গইঞ্চিতে জলের চাপ এক হাজার ৪৫০ পাউন্ড। সেখানে সালোক সংশ্লেষণের জন্য পর্যাপ্ত আলো না থাকায় কোন উদ্ভিদ জন্মায় না। -ওয়েবসাইট
×