ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস টেনিস

মহিলা দ্বৈতে পপি-ঈশিতা জুটি চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:১৮, ১৯ জানুয়ারি ২০১৭

মহিলা দ্বৈতে পপি-ঈশিতা জুটি চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আইইউবি বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা’য় বুধবার মহিলা দ্বৈতের ফাইনালে বিকেএসপি’র পপি আক্তার ও ঈশিতা আফরোজ জুটি ৬-৩, ৬-২ গেমে একই সংস্থার আফরানা ইসলাম প্রীতি ও জলি আক্তার জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এছাড়া বালক একক অনুর্ধ-১৬ বছর গ্রুপে এলিট টেনিস একাডেমির জুয়েল রানা ৬-২, ৬-৪ গেমে বিকেএসপির মোঃ ইশতিয়াককে, বালক একক অনুর্ধ-১৪ বছর গ্রুপে জাফর ইমাম টেনিস কমপ্লেক্স রাজশাহীর ইমন ইসলাম ৬-১, ৬-০ গেমে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের সোহেলকে, বালিকা একক অনুর্ধ-১২ বছর গ্রুপে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার মাসফিয়া আফরিন ৬-৩, ৬-১ গেমে বিকেএসপির সাদিয়া আফরিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এছাড়া পুরুষ এককে নরডিক ক্লাবের আলমগীর হোসেন আমেরিকান ক্লাবের মিলন হোসেনকে এবং পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের মামুন বেপারী একই ক্লাবের আনোয়ার হোসেনকে; পুুরুষ দ্বৈতে অমল রায় ও আনোয়ার হোসেন জুটি আসমত উল্লাহ ও ফারুক হোসেন জুটিকে, শেখ হাসিবুল হক ও মামুন বেপারী জুটি আরিফ হোসেন ও মিলন জুটিকে; মহিলা এককে বিকেএসপির আফরানা ইসলাম প্রীতি বিকেএসপির জেরিন সুলতানাকে এবং বিকেএসপির ঈশিতা আফরোজ বিকেএসপির পপি আক্তারকে; বালিকা একক ১৪ বছর গ্রুপে বিকেএসপির জেরিন সুলতানা ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার মাসফিয়া আফরিনকে এবং এলিট টেনিস একাডেমির শ্রাবণী বিশ^াস জুঁই বিকেএসপির সাদিয়া আফরিনকে; বালক একক ১২ বছর গ্রুপে এলিট টেনিস একাডেমির আলভি একই দলের শাওনকে এবং জাতীয় টেনিস কমপ্লেক্সের খন্দকার শায়ান শহিদ বিকেএসপির ইয়াসিন আরাফকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়।
×