ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ওরিয়ন গলফে চ্যাম্পিয়ন বাংলাদেশের আকবর

প্রকাশিত: ০৬:৪৭, ১০ জানুয়ারি ২০১৭

ওরিয়ন গলফে চ্যাম্পিয়ন বাংলাদেশের আকবর

স্পোর্টস রিপোর্টার ॥ ওরিয়ন ৩২তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের এ্যামেচার গলফার মোঃ আকবর হোসেন। তিনি টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেন। শেষ রাউন্ডে পারের চেয়ে ১ স্ট্রোক বেশি খেলে তিনি শিরোপা নিশ্চিত করেন। আকবরের চার রাউন্ডে ফলাফল যথাক্রমে ৭৪+৭২+৬৮+৭৩ = ২৮৭ যা সর্বেমোট পারের চেয়ে ১ স্ট্রোক কম। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সোনিয়া আখতার এবং সৈনিক লিমা আখতারের সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা দল ‘এ’ মহিলা দলগত ইভেন্টে শিরোপা অর্জন করেছে। মহিলা এককে বাংলাদেশের সৈনিক সোনিয়া আখতার পারের চেয়ে ২ স্ট্রোক বেশি খেলে (৭০+৭৬) ১৪৬ স্কোর নিয়ে প্রথম হন। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেঃ জেনারেল সাব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরুষদের একক ইভেন্টে আকবর চ্যাম্পিয়ন হন। এছাড়া বাংলাদেশের উদীয়মান গলফার সম্রাট শিকদার রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছেন। তার চার রাউন্ডের ফলাফল ৭০+৭৩+৭৩+৭৪=২৯০ যা পারের চেয়ে ২ স্ট্রোক বেশি। বাংলাদেশের আরেক গলফার মোঃ রাসেল পারের চেয়ে ৫ স্ট্রোক বেশি খেলে ৩য় স্থান অধিকার করেন। আর মহিলাদের ‘এ’ দল পারের চেয়ে ১১ স্ট্রোক বেশি খেলে (১৪৬+১৫৩) ২৯৯ গ্রস স্কোর নিয়ে শিরোপা নিশ্চিত করেন। সৈনিক নাসিমা আখতার এবং সৈনিক লিজা আখতার সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা ‘বি’ দল রানারআপ হয়। দুই রাউন্ডে সর্বমোট গ্রস স্কোর (১৫৫+১৪৯)=৩০৪ যা পারের চেয়ে ১৬ স্ট্রোক বেশি। সোনিয়া মহিলা এককে চ্যাম্পিয়ন হন। আর অপর বাংলাদেশী মহিলা গলফার সৈনিক লিজা আখতার পারের চেয়ে ৫ স্ট্রোক বেশি খেলে (৭৪+৭৫) ১৪৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। আরেক বাংলাদেশী মহিলা গলফার সৈনিক জাকিয়া সুলতানা পারের চেয়ে ৭ স্ট্রোক বেশি (৭৩+৭৮=১৫১) খেলে ৩য় স্থান অধিকার করেন। পুরস্কার বিতরণীতে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল একেএম আব্দুল্লাহিল বাকী এবং যুগ্ম-সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ওবাইদুল হক (অব), ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবাইদুল করিম, বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামসুল ইসলামসহ আরও অনেকে।
×