ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৫ দিন পর জ্ঞান ফিরল সেই কিশোরীর

প্রকাশিত: ০৮:০৯, ৮ জানুয়ারি ২০১৭

১৫ দিন পর জ্ঞান ফিরল সেই কিশোরীর

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে জ্ঞান ফিরেছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন জয়পুরহাটের ১৫ বছরের কিশোরীর। গত ২৬ ডিসেম্বর মাথায় অস্ত্রোপচারের পর থেকে তাকে ঢামেক হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল। টানা ১৫ দিন পর গত ৬ জানুয়ারি মেয়েটির জ্ঞান ফেরার পর তাকে আইসিইউ থেকে এসডিও ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। ঢামেকের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ অসিত কুমার সরকার শনিবার জনকণ্ঠকে জানান, ‘গত বৃহস্পতিবার মেয়েটির জ্ঞান ফিরে। এরপরই তাকে আইসিইউ থেকে এসডিওতে পাঠানো হয়েছে। পরবর্তী চিকিৎসা কার্যক্রম ওখানে রেখেই চালানো হবে।’ মেয়েটির শারীরিক অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসক জানান, ‘সে এখন অনেকটা আশঙ্কামুক্ত। তবে, এখনও পুরোপুরি জ্ঞান ফেরেনি। অস্পষ্টভাবে কথা বলছে। খাবার যথারীতি মুলে নল ঢুকিয়ে খাওয়ানো হচ্ছে। মাথায় গুরুতর জখম হওয়ার কারণে জ্ঞান ফিরতে এতটা দেরি হলো। আরও কিছুদিন লাগবে পুরোপুরি সুস্থ হতে।’ গত ২৩ ডিসেম্বর রাতে জয়পুরহাটের কালাই উপজেলার বানদীঘি গ্রামের সদ্য দশম শ্রেণীতে ওঠা এই স্কুলছাত্রীকে ঘরে ঢুকে ধর্ষণ এবং পরে তাকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
×