ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

উড়িষ্যা নাট্যোৎসবে পঞ্চগড়ের বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার

প্রকাশিত: ০৬:২৯, ৮ জানুয়ারি ২০১৭

উড়িষ্যা নাট্যোৎসবে পঞ্চগড়ের বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ চতুর্থবারের মতো আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশ নিতে যাচ্ছে পঞ্চগড়ের বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার। ভারতের উড়িষ্যা রাজ্যের অন্যতম সাংস্কৃৃতিক সংগঠন থিয়েটার মুভমেন্ট আয়োজিত আগামী ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি উড়িষ্যা মিলিনিয়াম সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক নাট্য উৎসবে পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের প্রযোজনা ‘কবি’ নাটক মঞ্চস্থ হবে। রহিম আবদুর রহিম রচিত ও নির্দেশিত নাটকটিতে অভিনয় করবে, আল খালিদ বিন ওয়ালিদ দিপু, মুরসালিন নাসিব, আসওয়াদ বিন সিদ্দিক, তানজিমুল হাসান হামিম, ইসতিয়াক আবিদ হোসেন রুদ্র, আবরার জাহিন সৌরভ, রোকনুজ্জামান রোকন, রিদওয়ান রাফিন প্রধান, ফায়েজ নেসার অর্ণব ও ইয়াকুব আলী। নাটকের আবহ সঙ্গীত পরিচালনায় তরুণ ইসলাম, নেপথ্য কর্মী মো. আরিফুজ্জামান।
×