ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

লেজার অস্ত্র তৈরি করছে যুক্তরাজ্য

প্রকাশিত: ০৬:০৯, ৭ জানুয়ারি ২০১৭

লেজার অস্ত্র তৈরি  করছে যুক্তরাজ্য

লেজার অস্ত্র তৈরি করছে যুক্তরাজ্য। এজন্য তাদের খরচ হবে তিন কোটি পাউন্ড। যৌথভাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে লেজার অস্ত্র তৈরির কন্ট্রাক্ট পেয়েছে কয়েকটি ইউরোপীয় অস্ত্র তৈরির প্রতিষ্ঠান। খবর ওয়েবসাইটের। উন্নত প্রযুক্তির এ অস্ত্র সশস্ত্রবাহিনীর কাজে আসে কি-না তা যাচাই করে দেখতে এ খাতে বিনিয়োগ করছে যুক্তরাজ্য। ২০১৯ সাল নাগাদ অস্ত্র তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। জলে-স্থলে বিভিন্ন দূরত্বের লক্ষ্যবস্তুতে ভিন্ন ভিন্ন আবহাওয়ায় এ ধরনের অস্ত্র কতটা সঠিকভাবে আঘাত করতে পারে, তাও পরীক্ষা করে দেখা হবে। যুক্তরাজ্যের ডিফেন্স সায়েন্স এ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরির বিজ্ঞানী পিটার কুপার জানিয়েছেন, উচ্চক্ষমতার লেজার অস্ত্র তৈরি ও এ জাতীয় অস্ত্রের সম্ভাবনা যাচাইয়ে এটি একটি উদ্ভাবনী প্রকল্প। আগামী দিনগুলোতে যুক্তরাজ্যের সামরিকবাহিনী হুমকি মোকাবেলায় এ অস্ত্র ব্যবহার করতে পারবে।
×