ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ আর নেই

প্রকাশিত: ০৮:০৫, ৫ জানুয়ারি ২০১৭

সাবেক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ আর নেই

স্টাফ রিপোর্টার ॥ সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রাষ্ট্রদূত মোস্তফা ফারুক মোহাম্মদ আর নেই (ইন্না লিল্লাহি ... রাজিউন)। বুধবার রাত ৭টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর প্রকাশ শোক করেছেন। মোস্তফা ফারুক মোহাম্মদ বেশ কিছুদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব বলেন, বৃহস্পতিবার বাদ জোহর বনানীর ডিওএইচএসে মোস্তফা ফারুক মোহাম্মদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে একই দিন বাদ আছর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। ১৯৭৯ সালে মোস্তফা ফারুক মোহাম্মদ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের অল্টারনেট রিপ্রেজেন্টেটিভ (বিকল্প প্রতিনিধি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সার্কের মহাপরিচালক এবং রাশিয়া, ভারত, মিয়ানমার ও ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে ৯ম সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। সর্বশেষ ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর মন্ত্রিসভার একজন সদস্য হিসেবে দায়িত্ব পান।
×